ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ পেলেন আরিফুল-মোসাদ্দেক, বাদ পড়লেন সাব্বির

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০১ ০১:১৩:৩৩
প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ পেলেন আরিফুল-মোসাদ্দেক, বাদ পড়লেন সাব্বির

যদি তা রাখতে পারেন, অন্তত দুই তরুণ যদি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভাল খেলতে পারেন, তাহলে ভাল কিছু হতেও পারে। কারণ, ওয়ানডে সিরিজে ভাল খেলে তামিম, সাকিব মুশফিক, মাহমুদউল্লাহ। পরিসংখ্যানই বলে দেয়, এই চার পরিণত ও অভিজ্ঞ উইলোবাজ ফর্মে আছেন। ব্যাট কথা বলছে। আত্মবিশ্বাস এবং আস্থা তুঙ্গে।

কিন্তু ওয়ানডেতে এনামুল হক বিজয় আর সাব্বির রহমান, মোসাদ্দেক কেউই ভালো করতে পারে নি।

এদিকে তিনজনের মধ্যে বিজয় টি-টোয়েন্টি স্কোয়াডে নেই। সাব্বির ও মোসাদ্দেক দুজনই আছেন। সাথে ওয়ানডেতে এক ম্যাচেও সুযোগ না পাওয়া লিটন দাসও আছেন। আর বাইরে থেকে যুক্ত হয়েছেন সৌম্য সরকার আর আরিফুল হক। এখন প্রশ্ন হলো, বুধবার সকালে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কেমন হবে বাংলাদেশের টিম কম্বিনেশন?

নির্ভরযোগ্য সুত্রে জানা যায়, একাদশের সম্ভাব্য রূপরেখা প্রায় চূড়ান্ত বলে জানা গেছে। লেট মিডল অর্ডার আরিফুল হককে ধরে একাদশে আট ব্যাটসম্যান খেলানোর চিন্তা ভাবনা একরকম চূড়ান্ত। কারা সেই আটজন? ওপেনার তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোমাদ্দেক হোসেন সৈকত এবং আরিফুলই সেই সম্ভাব্য আট ব্যাটসম্যান।

তার মানে ব্যাটসম্যান কোটায় দলে জায়গা হচ্ছে না সাব্বির রহমান রুম্মনের। মেধা, সামর্থ্য যথেষ্ঠ; কিন্তু বেশ কিছুদিন ধরেই নিজের মেধা ও প্রজ্ঞার পরিচয় দিতে পারছেন না সাব্বির।

আর অফ স্পিন বোলিংটা আছে। সেই সাথে মিডল অর্ডারে ব্যাটিং। তাই মোসাদ্দেককেও নাকি খেলানোর কথা ভাবা হচ্ছে। মেহেদি হাসান মিরাজ ওয়ানডেতে ভাল বল করেছেন। তার অফ স্পিন বোলিংটা কার্যকর হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ একাদশে ক’জন বাঁ-হাতি আছেন। তাই অফ স্পিনার মিরাজের খেলার সম্ভাবনা অনেক বেশি। এখন বাকি থাকলো দুটি মাত্র পজিশন।

একজন তো মোস্তাফিজ। কাটার মাস্টার অটোমেটিক চয়েজ। আর একজন কে হবেন? আবু হায়দার রনি, না আবু জায়েদ রাহী? নাকি টি টোয়েন্টির শেষ ম্যাচে ডেথ ওভারে দারুণ বল করা রুবেল? এই তিনজনের মধ্যে বাঁ-হাতি রনির সুযোগ কম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব-আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ/নাজমুল অপু, রুবেল হোসেন/ আবু জায়েদ রাহী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে