ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

ওয়ার্নার পার্কে কখনোই হারেনি ওয়েস্ট ইন্ডিজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ আগস্ট ০১ ০০:১৩:১১
ওয়ার্নার পার্কে কখনোই হারেনি ওয়েস্ট ইন্ডিজ

সেবার ৫ উইকেটের ব্যবধানে হারের মুখ দেখেছিলো তারা। এরপরে ২০১৪ সালেও আরেকটি ম্যাচ খেলেছে, সেই ম্যাচটি হয়েছে পরিত্যক্ত। এদিকে এই মাঠেই আছে ওয়েস্ট ইন্ডিজের দারুণ সুখস্মৃতি।

এখানে মোট পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ খেলে চারটিতেই জয় তুলে নিয়েছে তারা। আর একটি হয়েছে পরিত্যক্ত। তবে সফরকারী দল হিসেবে বাংলাদেশের পরে কেবল আফগানিস্তানই খেলেছে এই মাঠে।

২০১৭ সালে সিরিজের তিন ম্যাচই এখানে খেলেছে আফগানরা। হেরেছেও তিনটিতে। এই মাঠে উইকেট বরাবরই শুষ্ক থাকে। এখানে আগে ব্যাটিং বা পরে ব্যাটিং করে আলাদা কোন ফায়দা পাওয়া যায়না।

অনেক বেশি রানও পাওয়া যায়না এই উইকেটে। গত বছরে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচে সর্বোচ্চ ১৪৬ রান তারা করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ; ১৪৭ রান করেছিল তারা।

অর্থাৎ এই মাঠে এখনো ১৫০ রানও হয়নি। বাকী ম্যাচগুলোতে ১২০ এর বেশি রান হয়নি কোনো ইনিংসেই। বলা চলে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি লো স্কোরিংই হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে