ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

ওজিলের পক্ষে বার্লিনে বিক্ষোভ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ৩১ ২২:৩৯:১০
ওজিলের পক্ষে বার্লিনে বিক্ষোভ

যদিও জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ২৯ বছর বয়সী ওজিলের অভিযোগ প্রত্যাখান করে। তবে আর্সেনাল মিডফিল্ডার পাশে পাচ্ছেন অনেক জার্মান ভক্তদের। ওজিলের পক্ষে বার্লিনে শত শত জার্মান সমর্থক একত্রিত হয়েছিলেন রোববার। তার প্রতি বর্ণবাদ আচরণের বিরুদ্ধে করেছেন বিক্ষেভ।

রোববার বার্লিনে জার্মান সমর্থকরা ‘আমি ওজিল’ লেখা টি-শার্ট পড়ে বিক্ষেভ করে। এসময় তাদের হাতে ছিল তুরস্কের পতাকা। বিশ্বকাপের আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ানের সঙ্গে দেখা করেছিলেন ওজিল। এসময় তার সঙ্গে ছবিও তোলেন ওজিল। যে কারণে বেশ সমালোচনার মুখে পড়েন আর্সেনাল মিডফিল্ডার।

এরপর বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি। যেখানে ওজিলের পারফরম্যান্স মন ভরাতে পারেনি দর্শকদের। জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ককে তাই সমালোচিত হতে হয়। ওজিল অভিযোগ করেন, তিনি নানা ভাবে হুমকি পাচ্ছিলেন। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির বিরুদ্ধেও সরাসরি অভিযোগ করেন ওজিল।

অবসরের ঘোষণা দিয়ে তুর্কি বংশভূত ওজিল বলেছিলেন, ‘আমি জার্মান যখন আমরা জয় লাভ করি। কিন্তু যখন আমরা হারি তখন আমি অভিবাসী।’ তবে অনেক দর্শক এবার বিক্ষোভে নেমে ওজিলের প্রতি ভালোবাসার জানান দিলেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে