ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আমিরাতে ১০ লাখ ডলারের লটারি জিতলেন প্রবাসী

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ৩১ ২০:৫৫:৪৩
আমিরাতে ১০ লাখ ডলারের লটারি জিতলেন প্রবাসী

২০৯৫ সিরিজের ২৭৭ নম্বরের টিকেটে তিনি এ পুরস্কার পেয়েছেন। ১৯৯৯ সালে চালু হওয়া এই লটারির ১৩২তম ভারতীয় হিসেবে বিজয়ী হলেন কুয়েত প্রবাসী মেনন।

মেনন বলেন, আমি আমার জীবনে কোনোদিন কিছুতে জয়ী হইনি। বিশেষ করে এত বড় কিছু তো নয়ই। বড় ধরনের এই চমক দেয়ার জন্য আমি দুবাই ডিউটি ফ্রির কাছে অত্যন্ত কৃতজ্ঞ।

ভারতীয় এই প্রবাসী ছাড়াও আরো দু'জন বিজয়ী বিলাস-বহুল গাড়ি পেয়েছেন। মঙ্গলবার দুবাই ডিউটি ফ্রি কতৃপক্ষ বিজয়ীদের নাম ঘোষণা করে।

দুবাইয়ে বসবাসরত মিসরীয় হোসাম হুসেইন সালমান লটারিতে বিএমডব্লিউ-৭৫০এলআই ব্রান্ডের একটি গাড়ি জিতেছেন। তার টিকেটের ক্রমিক নম্বর ১৬৯১ সিরিজের ০৪২৫। এছাড়া দুবাইয়ে বসবাসরত ভারতীয় শান্তি বোস একটি বিএমডব্লিউ আর নাইন টি স্ক্রাম্বার জিতেছেন লটারিতে। তার টিকেটের নম্বর ০৮০৯ এবং সিরিজ ৩৪১।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে