ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

উয়েফা ইউরো অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন পর্তুগাল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ৩১ ২০:১৪:৪২
উয়েফা ইউরো অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন পর্তুগাল

অ-১৯ ইউরো চ্যাম্পিয়নশীপের এবারের আসর বসেছিল ফিনল্যান্ডে। ১৬-২৯ জুলাইয়ের এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল ৭ টি ইউরপিয়ান দল এবং একটি কনফেডারেশন টিম সহ মোট ৮ টি দেশ। ২০১৭ এর রানার্স আপ হয়েছিল পর্তুগাল। এবারের আসরে ফাইনালে পর্তুগালের প্রতিদ্বন্দী ছিল ইতালি। ২০১৮ এর ফাইনালে আর ছাড় দেয়নি পর্তুগাল। অতিরিক্ত সময়ের খেলায় ইতালিকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা নিজের করে নেয় পর্তুগাল। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ছিটকে পড়েছে ফ্রান্সের কাছে।

উয়েফা ইউরো চ্যাম্পিয়নশীপ ২০১৭ তে ইঙ্গল্যান্ডের কাছে হেরে রানার্স আপ হয়েছিল পর্তুগাল।

পর্তুগালের হয়ে সর্বোচ্চ ৫ টি করে গোল করে শীর্ষ গোলদাতা হয়েছেন জোয়াও ফিলিপে এবং ফ্রান্সিস্কো ত্রিনকাও। তবে গোল্ডেন বূট জিতেছেন জোয়াও ফিলিপে। আশ্চর্য বালক জোয়াও বিস্মিত করেছেন। বছর কয়েক আগেও শিশু হয়ে নামতেন প্লেয়ার দের হাত ধরে। আজ তাঁর হাত ধরেই শিরোপা জিতল পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে দাঁড়ানো সেই শিশুই আজ পর্তুগালের তরুণ ভবিষ্যৎ।

উয়েফা ইউরো চ্যাম্পিয়নশীপ এর পরবর্তী আসর বসবে আর্মেনিয়া তে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে