ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

প্রথম দেশ হিসেবে ১০০০তম টেস্টে আগামীকাল মাঠে নামছে ইংল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ৩১ ১৯:৫৪:৫২
প্রথম দেশ হিসেবে ১০০০তম টেস্টে আগামীকাল মাঠে নামছে ইংল্যান্ড

আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ক্রিকেট পরিবারের পক্ষ থেকে প্রথম কোনো দেশ হিসেবে ১০০০তম টেস্ট খেলতে যাওয়া ইংল্যান্ড পুরুষ দলকে আমি অভিনন্দন জানাতে চাই। ঐতিহাসিক এই ম্যাচকে সামনে রেখে আমি ইংল্যান্ড দলের জন্য শুভকামনা জানাচ্ছি। সবচেয়ে পুরনো ও সবচেয়ে চাহিদা সম্পন্ন ফরম্যাটে তারা তাদের পারফরম্যান্স ও খেলোয়াড় তৈরি অব্যহত রাখুক, যেটা অন্যান্য টেস্ট খেলুড়ে দেশগুলোকে অনুপ্রাণিত করে।

ইংল্যান্ড তাদের প্রথম টেস্ট খেলেছে ১৮৭৭ সালে৷ কালের পরিক্রমায় আগামীকাল ১০০০তম টেস্ট খেলতে যাচ্ছে তারা। নিজেদের আগের ৯৯৯ টেস্টের মধ্যে ইংলিশদের জয় ৩৫৭টিতে, ড্র ৩৪৫টিতে আর পরাজয় ২৯৭টিতে।

ভারতের বিপক্ষে ১৯৩২ সালে প্রথম টেস্ট খেলে ইংল্যান্ড। শুরু থেকেই ভারতের বিপক্ষে তারা ভালো ফল করে আসছে। ভারতের বিপক্ষে ১১৭ টেস্টের ৪২টিতেই জিতেছে ইংল্যান্ড। হেরেছে ২৫টিতে। ঘরের মাঠে ইংল্যান্ড জিতেছে ৩০টি টেস্ট। সেখানে ভারত জিতেছে মাত্র ৬টি। ২১টি টেস্টে করতে পেরেছে ড্র।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে