ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

আফ্রির ‘পরানে লাগে টান’আফ্রির ‘পরানে লাগে টান’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ৩১ ১৬:৩৮:৩০
আফ্রির ‘পরানে লাগে টান’আফ্রির ‘পরানে লাগে টান’

মিউজিক ভিডিওতে আরো আছেন সাকিল রাজ। এটি নির্মাণ করেছেন ফারহাদ আহমেদ। এটির কথা ও সুর করেছেন আরমিন সুমন নিজেই। সংগীতপরিচালনা করেছেন মীর মাসুম। মিউজিকি ভিডিওটি প্রকাশ করেছে সিডি চয়েস মিউজিক। মিউজিক ভিডিওটির জন্য দর্শক-শ্রোতাদের কাছ থেকে বেশ সাড়া পা”েছন বলে জানান আফ্রি।

তিনি আরো বলেন, গানটির শিরোনামের মত গানটির কথা গুলো সবার মনে দাগ লাগাবে বলে আমি আশা করছি। কথা ও সুরে নতুনত্ব আছে। গানের গল্পের সঙ্গে সমন্বয় রেখে মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে। এরইমধ্যে মিউজিক ভিডিওটির জন্য অনেকের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছি। প্রসঙ্গত, ‘জল জমিন’ শিরোনামের একক অ্যালবাম দিয়ে সঙ্গীতাঙ্গনে শ্রোতাপ্রিয়তা পেয়েছেন অনেক আগেই । পরবর্তিতে ‘বসন্ত হাওয়া’ গানের মিউজিক ভিডিওর মধ্য দিয়ে আবারো আলোচনায় আসেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে