ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

টি-টোয়েন্টির ‘পোষ্টার বয়’কে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ দল ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ৩১ ১১:১৯:১৯
টি-টোয়েন্টির ‘পোষ্টার বয়’কে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকদের চেয়ারম্যান কোর্টনি ব্রাউন বলেন, ‘আমরা ক্রিস গেইলকে বিশ্রাম দিয়েছে এবং পরিবর্তে শেল্ডন কটরেলকে এনেছি বোলিংয়ে তার নানা কৌশলের কারণে। যুক্তরাজ্যে যে দলটি খেলেছিলো সেই দলের আদলেই এই স্কোয়াড গঠন করা হয়েছে। মারলন স্যামুয়েলস, যে ওয়ানডে সিরিজ মিস করেছিলো হাঁটুর ইনজুরিতে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার জন্য, সে আবারো ফিরেছে টি টুয়েন্টিতে।'

অন্যদিকে সদ্য শেষ হওয়া গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় ব্যাট ও বল হাতে নিজেদের প্রমাণ করে দলে জায়গা করে নিয়েছেন ওয়ালটন ও কটরেল। উক্ত প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ২৮ বছর বয়সী পেসার কটরেল। পক্ষান্তরে ঐ প্রতিযোগিতায় ব্যাট হাতে দ্রুতগতির কয়েকটি অর্ধশতক হাঁকিয়েছিলেন ৩৩ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান ওয়ালটন।

উইন্ডিজের জার্সিতে আইসিসি বিশ্ব একাদশের বিপক্ষে চ্যারিটি ম্যাচে রায়ান এমরিট থাকলেও আসন্ন বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিনি।উলেখ্য, টি-টোয়েন্টির সিরিজে প্রথম ম্যাচে ৩১ আগস্ট মুখোমুখি হবে বাংলাদেশ।এরপর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এরপর ৪ ও ৫ আগস্ট সিরিজের বাকি দুটি ম্যাচে লড়বে উভয় দল।

টি-টোয়েন্টি সিরিজের উইন্ডিজ দল: কার্লোস ব্র্যাথওয়েট, স্যামুয়েল বদ্রি, শেলটন কটরেল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, আশলে নার্স, ক্যামো পল, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চাডউইক ওয়ালটন এবং ক্যাসরিক উইলিয়ামস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে