ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

সিনিয়ররা ভালো খেলেছে বলেই জুনিয়ররা যথেষ্ট সুযোগ পায়নি : সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ৩০ ১৬:১৯:২১
সিনিয়ররা ভালো খেলেছে বলেই জুনিয়ররা যথেষ্ট সুযোগ পায়নি : সাকিব

তবে আসলেই কি তাই? গত কয়েক বছর ধরেই নিজেদের হারিয়ে খুজছেন সৌম্য-সাব্বির-বিজয়রা। বল হাতে মোস্তাফিজও নিজেকে খুজে বেড়াচ্ছেন। একমাত্র মিরাজই পারফর্ম করছেন নিয়মিত।

২০১৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে ৭৮ ম্যাচের ২৪টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ১৮টিতেই ম্যাচসেরা হয়েছেন তামিম (সাতবার), সাকিব (ছয়বার), মাহমুদউল্লাহ (দুবার), মুশফিক (দুবার) ও মাশরাফি (একবার)। ৭৫ শতাংশ ম্যাচসেরাই দলের সিনিয়ররা।

জেতা ম্যাচে যে আটটি সেঞ্চুরি হয়েছে এর পাঁচটিই তামিমের। দুটি করেছেন সাকিব, বাকিটা মাহমুদউল্লাহ। এ সময়ে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ১৭৯৮৯ রান করেছেন। এর মধ্যে তামিম-সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহর মিলিত রান ৯৮৪৫; ৫৪ শতাংশ রান এসেছে তারকা চতুষ্টয়ের কাছ থেকে। বোলিংয়ে তরুণদের কিছু পারফরম্যান্স দেখা গেলেও সাকিবের ওপরে কেউ যেতে পারেননি। ৬৯ ম্যাচে ১১২ উইকেট নিয়ে বাঁহাতি অলরাউন্ডার সবার ওপরে।

তবে উইন্ডিজে ওয়ানডে সিরিজের পর এবার টি-টুয়েন্টির দায়িত্ব সাকিবের উপর এ ব্যাপারে সাকিব বলেন, ‘সফরটা এখন পর্যন্ত ওদের ভালো যাইনি, সেটা বলব না। ওদের সুযোগও তেমন আসেনি। যতটুকু সুযোগ এসেছিল, তারা সেটি নিতে পারেনি। ছোট ছোট কিছু সুযোগে এসেছিল বলে সেটির ওপর ভিত্তি করে তাদের দোষ দেওয়াটা মনে করি না ঠিক বিষয়।

সাকিব আরো বলেন, ‘ ‘হ্যাঁ, টি-টোয়েন্টি ওদের জন্য আরও বড় প্ল্যাটফর্ম। বড় বড় মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার এটাই উপায় হতে পারে। উপায় হতে পারে ছন্দে ফিরে পাওয়ারও। যারা টেস্টে বা ওয়ানডে দলে ছিল না, যারা নতুন এসেছে, তারা একটা পারফরম্যান্স যেন দেখাতে পারে, যেন ওয়ানডে দলে খেলার যোগ্যতা দেখাতে পারে, বা ভালো স্কিল থাকলে টেস্ট দলে যেন আসতে পারে। এমন কিছু আশা করি তারা করে দেখাবে। তাতে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে।

সূত্র : প্রথম আলো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে