ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

বাল্যবন্ধু আলবার্তোর অবদানে আজ বিশ্বসেরা রোনালদো 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ৩০ ১৬:১৫:৪৬
বাল্যবন্ধু আলবার্তোর অবদানে আজ বিশ্বসেরা রোনালদো 

রোনালদোর সবথেকে প্রিয়বন্ধু হলেন আলবার্তো ফান্ট্রাউ। বাল্যকালে ফুটবল টা শুরু করেছিলেন একই সাথে। সময়ের পরিক্রমায় আজ বিশ্বের সেরা ফুটবলার রোনালদো। আলবার্তোরর কথা কেউ জানেন ই না। নিয়তি বোধ হয় এমন ই হয়? তবুও সবসময় ই বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রোনালদো। আজকের রোনালদো হওয়ার পিছনে আলবার্তোর অবদান বিশাল!

আলবার্তো আর রোনালদো তখন খেলতেন ইয়ুথ ক্লাবে। লিসবনের প্রতিনিধি দল এসেছিল একটি ম্যাচ দেখতে। তারা বলেছিলেন যে ভালো করবে, তাদেরকে লিসবনে খেলার সুযোগ দেয়া হবে। সেই ম্যাচ রোনালদোরারা জিতেছিল ৩-০ গোলে। প্রথম গোল করেন রোনালদো। আলবার্তো হেডারে ২য় গোলটি করেন।

শেষ মুহুর্তে, বল নিয়ে এগুচ্ছেন আলবার্তো। তার ঠিক পিছনেই দৌড়াচ্ছিলেন রোনালদো। গোলকীপারের সাথে ওয়ান-ওয়ান এ গিয়ে আস্তে করে পোস্টে গোল করলেই আলবার্তো গোল পেতেন। কিন্তু পিছনে থাকা রোনালদো কে পাস দিলেন এবং রোনালদো গোলটি করেন।

তার পরের ইতিহাস সবার জানা, সর্বকালের সেরা হওয়ার তালিকায় রোনালদো। আর আলবার্তো? সেই ম্যাচের পরেই ক্যারিয়ার শেষ হয়ে যায় তার। তারপর থেকেই বেকার দিনযাপন করছেন তিনি। রোনালদো ম্যাচশেষে, তাকে জিজ্ঞেস করেছিলেন কেন সে গোলটি করেনি?

আলবার্তোর উত্তর ছিল সোজাসাপ্টা, “রোনালদো আমার থেকেও সেরা”

রোনালদোর মুখে এই গল্প শুনে আলবার্তো কে খুঁজে ব্ব্র করেন সাংবাদিক রা। আলবার্তো কে এই গল্পের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। আলবার্তো সত্য বলে স্বীকার করেন।

আলবার্তো বেকার হয়েও, বিলাসবহুল বাড়ি এবং গাড়ি কিভাবে ব্যবহার করেন এই প্রশ্নের সবাবে আলবার্তোর আবারও সহজ উত্তর।

“রোনালদো দিয়েছে। “

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে