ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

মাশরাফির জায়গায় কে খেলবেন টি-টোয়েন্টিতে?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ৩০ ১৪:২২:৫০
মাশরাফির জায়গায় কে খেলবেন টি-টোয়েন্টিতে?

কারণ মাত্র এই তিনটি ওয়ানডে সিরিজ দিয়ে শেষ হয়ে গেল মাশরাফির উইন্ডিজ সফর। টেস্ট খেলতে না পারা মাশরাফি টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন গত বছর শ্রীলঙ্কা সফরেই। তবে এর মধ্যে মাশরাফির টি-টোয়েন্টিতে ফেরা নিয়ে গুঞ্জন থাকলেও মাশরাফি সোজা কথায় সেটা মানা করে দেন।

এদিকে আগামী ১ আগস্ট শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে একজন মাশরাফিকে যে হাড়ে হাড়ে মিস করবে বাংলাদেশ দল।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানাজের ফাহিমের মতে মাশরাফির অভাব পূরণ করতে পারার মতো ক্রিকেটার বাংলাদেশ দলই আছে। কেবল তরুনরা দায়িত্ব নিতে পারলেই হয়।

এই ব্যাপারে ফাহিম বলেন , ‘মাশরাফি বাংলাদেশ দলের জন্য অবশ্যই একজন লাইমলাইটে থাকা পার্সন। তার অভাব কেউ কোনদিন পূরন করতে পারবে কিনা জানি না। তবে তরুনরা দায়িত্ব নিতে পারলেই হয়। মাশরাফির জায়গায় মনে হয় আরিফুল কিগবা মোসাদ্দেক খেলবেন। আরিফুল আফগানিস্তান সিরিজে নিজেকে প্রমান করেছেন তবে মোসাদ্দেক ও চেষ্টা করলে পারবেন।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে