ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে আগে নামার কারণ জানালেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ৩০ ১৪:২১:১৯
শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে আগে নামার কারণ জানালেন মাশরাফি

সিরিজ নির্ধারণী ম্যাচে সেঞ্চুরি করে তামিমের আউটের পর সাব্বির ও মোসাদ্দেকের আগে ব্যাটিংয়ে নেমেছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনাক মাশরাফি বিন মুর্তজা। ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে চারটি ৪ ও ১টি ছক্কায় ২৫ বলে ৩৬ রানের এক টর্নেডো ইনিংস খেলে আউট হয়েছিলেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৫৩ রানের পার্টনারশিপ গড়েছিলেন এই ব্যাটসম্যান। ৪৯ বলে ৬৭ রানের অসাধারণ ইনিংস খেলে উইকেটে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাটিংয়ে আগে নামা নিয়ে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘কোচ চেয়েছিলেন ৩৫তম ওভার থেকেই ব্যাটসম্যানরা মেরে খেলুক। এ কারণে আমি তাকে বলেছিলাম এখন আমার যাওয়া উচিৎ। এই সময় একজন ব্যাটসম্যানের জন্য মেরে খেলা কঠিন হতো। কারণ তার উইকেটের গুরুত্ব আছে। আমি ভেবেছিলাম আমার ঝুঁকি নেয়া উচিৎ। কোচ আমাকে সমর্থন করেছিলেন।’

এ বিষয়ে তিনি আরো বলেন, ‘আমি রিয়াদকে উইকেটে দেখে সবসময় স্বাচ্ছন্দ্য অনুভব করি। অতীতে আমাদের মধ্যে ছোট পার্টনারশিপ হয়েছে। ক্রাইসিস মুহূর্তে সে সবসময় ভালো করেছে। আমি মনে করি, এই সিরিজে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ অসাধারণ খেলেছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে