ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

তিন ফরম্যাট মিলে বাংলাদেশের সর্বচ্চো দশ রান সংগ্রহকের তালিকা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ৩০ ১৩:৪১:১৭
তিন ফরম্যাট মিলে বাংলাদেশের সর্বচ্চো দশ রান সংগ্রহকের তালিকা

১। তামিম ইকবাল : বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। অান্তজাতীক ক্রিকেটে তিনি পা দেন ২০০৭ সালে ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে। বাংলাদেশ ক্রিকেটে ৩ ফরম্যাটে তিনি নিয়মিত ওপেনার ব্যাটসম্যান। অভিষেকের পর থেকে এখন পয়ন্ত টানা ক্রিকেট খেলছেন তিনি। তিন ফরম্যাট মিলে তিনি ৩০৩ টি অান্তজাতীক ম্যাচ খেলেছেন। ৩৫৩ ইনিংসে তামিম ১১৭৮৭ রান করেছে। বাংলাদেশের হয়ে সর্বচ্চো ৩৪.৫৬ গড়ে ৭২ টি অর্ধশতক এবং সর্বচ্চো ২০ টি শতক করেছেন। তামিমের এক ইনিংসে সর্বচ্চো স্কোর ২০৮ রান।

২। সাকিব অাল হাসান : বাংলাদেশ ক্রিকেটে জীবন্ত কিংবদন্তী সাকিবই একমাত্র ক্রিকেটার যিনি ৩ ফরম্যাট এক সাথে নম্বার ১ অলরাউন্ডার ছিলেন। অান্তজাতীক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৩০৭ টি ম্যাচ খেলেছেন। ৩৪৩ ইনিংসে ১০৩৯০ রান করেছেন সাকিব। ৩৪.১৭ গড়ে ১২ টি শতক এবং ৬৮ টি অর্ধশতক করেছেন সাকিব। সাকিবের এক ইনিংসে সর্বচ্চো ২১৭ রান।

৩। মুসফিকুর রহিম : বাংলাদেশ ক্রিকেটের হয়ে সর্বচ্চো অান্তজাতীক ম্যাচ খেলেছেন উইকেট কিপার ব্যাটসম্যান মুসফিকুর রহিম। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে অভিষেক হয় মুশফিকুর রহিমের এখন পর্যন্ত ৩২০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম ৩৫২ ইনিংসে তিনি রান করেছেন ৯৬২৭। ৩১.৫৬ গড়ে তিনি ১০ শতক এবং ৫২ টি অর্ধ শতক হাঁকিয়েছেন। এক ইনিংসে মুশফিকুর রহিমের সর্বোচ্চ রান ২০০।

৪। মোহাম্মদ আশরাফুল : বাংলাদেশ ক্রিকেটের এই বড় তারকা ২০১৩ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বিপিএলের দ্বিতীয় আসরের ম্যাচ ফিক্সিংয়ের কারণে ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আশরাফুল। নিষিদ্ধ হওয়া পর্যন্ত তিনি ২৫৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন. এখন পর্যন্ত ৩১০ ইনিংসে ২১.৬৯ গড়ে ৬৬৫৫ রান করেছেন আশরাফুল। আন্তর্জাতিক ক্রিকেটে আশরাফুলের সেঞ্চুরি সংখ্যা ৯ টি আর হাফ সেঞ্চুরি করেছেন ৩০ টি। এক ইনিংসে আশরাফুলের সর্বোচ্চ রান ১৯০।

৫। মাহমুদুল্লাহ রিয়াদ : বাংলাদেশ জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য সেরা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। অভিষেকের পর থেকেই বাংলাদেশের জার্সিতে ২৬৫ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ২৭৩ ইনিংসে ৬৬২৬ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৩০.৩১ গড়ে ৪ শতক সহ ৩৭ টি অর্ধশত হাটিয়েছেন তিনি। এক ইনিংসে মাহমুদুল্লাহ সর্বোচ্চ রান ১২৮*।

৬। হাবিবুল বাশার : বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা অধিনায়ক তিনি। ২০০৮ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ১৯৯৫ সালে অভিষেক হওয়া হাবিবুল বাশার অবসর নেয়ার আগ পর্যন্ত ১৬১ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০৪ ইনিংসে ৫১৯৪ রান করেছেন হাবিবুল বাশার। ২৬.১৭ বলে তিনটি শতক সহ ৩৮ টি অর্ধশত হাকিয়েছেন হাবিবুল বাশার। এক ইনিংসে তার সর্বোচ্চ রান ১১৩।

৭। ইমরুল কায়েস : ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনারের। বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত এই ওপেনার এখন পর্যন্ত ১১৮ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত ১৪৯ ইনিংসের ৩৭৯৬ রান করেছেন। ইমরুল কায়েস ৫ শতক সহ ১৮ অর্ধশতক আছে. ইমরুল কায়েসের এক ইনিংসে সর্বোচ্চ রান ১৫০।

৮। শাহরিয়ার নাফিস : ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনারের। সর্বশেষ ২০১৩ সালের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ২০১৩ সালের আগে পর্যন্ত ১০০ টি অান্তজাতীক ম্যাচ খেলেছেন শাহরিয়ার নাফিস। ১২৪ ইনিংসে ৩৪৯৪ রান করেছেন শাহরিয়ার নাফিস। ২৯.৩৫ গড়ে ৫ শতকসহ ২০ টি অর্ধশতক আছে তার। এক ইনিংসে শাহরিয়ার নাফিসের সর্বোচ্চ স্কোর ১৩৮ রান।

৯। খালেদ মাসুদ পাইলট : বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা সদস্য ছিলেন খালেদ মাসুদ পাইলট। ১৯৯৫ সালে অভিষেক হয় তার। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই উইকেটকিপার-ব্যাটসম্যান শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০০৭ সালে। অবসর নেয়ার আগ পর্যন্ত ১৭০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ১৯৪ ইনিংসে ৩২২৭ রান করেছেন পাইলট। ১ শতকসহ ১০ অর্ধশতক করেছেন তিনি।

১০। জাভেদ ওমর বেলিম : বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ওপেনার ১৯৯৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। ২০০৭ সালের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। অবসর নেয়ার আগ পর্যন্ত ৯৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ১৩৯ ইনিংসের ৩০৩২ রান করেছেন বেলিম। এক শতক সহ ১৮ টি অর্ধশতক আছে তার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে