ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

সেরা দশজনের তালিকায় আছেন যে সকল টাইগার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ৩০ ০১:৩৯:১১
সেরা দশজনের তালিকায় আছেন যে সকল টাইগার

এদের মধ্যে অনেকেই একাধিকবার ম্যাচসেরা হয়েছেন। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন পর্যন্ত ওয়ানডেতে ১৮ বার ম্যাচসেরা হয়েছেন। এছাড়াও ৫ বার সিরিজ সেরা হয়েছেন তিনি। অন্যদিকে টাইগার ওপেনার তামিম এখন পর্যন্ত ১৪ বার ম্যাচসেরা হয়েছেন এবং সিরিজ সেরা হয়েছেন ৪ বার।

গতকাল উইন্ডিজদের বিপক্ষে ম্যাচসেরার পাশাপাশি সিরিজে দুর্দান্ত পারফর্ম করায় সিরিজ সেরাও হয়েছেন তিনি। তবে এবার এক নজরে দেখে নিন বাংলাদেশের হয়ে কে কতবার ম্যাচসেরা ও সিরিজ সেরা হয়েছেন সেই তালিকাটি-

সাকিব আল হাসান- ১৮৮ ম্যাচে ১৮ বার ম্যাচসেরা ও ৫ বার সিরিজ সেরা।

তামিম ইকবাল- ১৮২ ম্যাচে ১৪ বার ম্যাচসেরা ও ৪ বার সিরিজ সেরা।

মাশরাফি বিন মুর্তজা- ১৮৮ ম্যাচে ১১ বার ম্যাচসেরা ও ২ বার সিরিজ সেরা।

মো. আশরাফুল- ১৭৫ ম্যাচে ৭ বার ম্যাচসেরা।

শাহরিয়ার নাফীস- ৭৫ ম্যাচে ৭ বার ম্যাচসেরা ও ৩ বার সিরিজ সেরা।

আবদুর রাজ্জাক- ১৫৩ ম্যাচে ৫ বার ম্যাচসেরা ও ২ বার সিরিজ সেরা।

মুশফিকুর রহিম- ১৮৭ ম্যাচে ৫ বার ম্যাচসেরা ও ৪ বার সিরিজ সেরা।

আফতাব আহমেদ- ৮৫ ম্যাচে ৪ বার ম্যাচসেরা ও ১ বার সিরিজ সেরা।

মোস্তাফিজুর রহমান- ৩০ ম্যাচে ৩ বার ম্যাচসেরা ও ১ বার সিরিজ সেরা।

সৌম্য সরকার- ৩২ ম্যাচে ৩ বার ম্যাচসেরা ও ১ বার সিরিজ সেরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে