ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

সিরিজ জিতেও বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ৩০ ০০:০৮:২৯
সিরিজ জিতেও বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ!

আইসিসির নিয়ম অনুযায়ী ওয়ানডে র‍্যাংকিংয়ে উপরের দল যদি কোন নিচের দলের কাছে হারে তবে ৩ পয়েন্ট মাইনাস হয়, আর যদি র‍্যাংকিংয়ে উপরের দল জিতে তাহলে পায় ১ পয়েন্ট। উইন্ডিজ,বাংলাদেশের নিচে অবস্হা করার কারণে এক ম্যাচ হারার কারণে বাংলাদেশ হারিয়েছে ৩ পয়েন্ট আর ২ ম্যাচ জিতেও পেয়েছে ২ পয়েন্ট।যার কারনে রেটিং পয়েন্ট ৯৩ থেকে নেমে ৯২ এ এসেছে। তবে অবস্থান আগের মতোই ৭ নম্বরেই রয়েছে।

উল্লেখ্য,আইসিসি তাদের র‍্যাংকিংয়ের হালনাগাদ না করলেও আগেই জানিয়েছিল বাংলাদেশ এই সিরিজে ৩-০ ব্যবধানে জিতলে রেটিং হবে ৯৫, ২-১ ব্যবধানে জিতলে হয়ে যাবে ৯২।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে