ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

বিলাসবহুল গাড়ি কিনলেন নুসরাত ফারিয়া দাম...

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৯ ২১:২৭:২৮
বিলাসবহুল গাড়ি কিনলেন নুসরাত ফারিয়া দাম...

পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, ফারিয়া তার নতুন কেনা ২০১৮ অডি এথ্রি মডেলের গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। বাংলাদেশে এই গাড়িটির আনুমানিক বাজার মূল্য নব্বই লাখ থেকে তিন কোটি টাকা পর্যন্ত। এর আগে ফারিয়া তার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একটি অডি গাড়ি কেনার স্বপ্ন আছে তার। সাক্ষাৎকারে তার বিয়ের প্রসঙ্গ আসলে তিনি বলেছিলেন, অডি কেনার স্বপ্ন পূরণ হলে তবেই বিয়ে করবেন তিনি।

যেহেতু এবার তার বিলাসবহুল অডি গাড়ি কেনার স্বপ্ন মিটেছে। তাই এবার প্রশ্ন উঠেছে, কবে বিয়ে করবেন এ অভিনেত্রী। সেই প্রশ্নের উত্তরে বিয়ে নিয়ে এখনও নিশ্চিত কিছু জানাননি ফারিয়া।

টেলিভিশন চ্যানেল আরটিভির ‘ঠিক বলছেন তো’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দার উপস্থাপনায় দেখা মেলে নুসরাত ফারিয়া। ২০১২ সালে এনটিভির ‘থার্টিফাস্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানটির মাধ্যমে পরিচিতি লাভ করতে শুরু করেন।

এরপর বিজ্ঞাপন ও উপস্থাপনায় সক্রিয়ভাবে কাজ শুরু করেন। ‘আশিকী’,‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া। কিছুদিন আগে ‘পটাকা’ শিরোনামে একটি গানেও কণ্ঠ দিয়েছেন। সেই গানে ফারিয়া নিজেই মডেল হয়েছিলেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে