ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের মাঠে বোলিংয়ে সেরা মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৯ ২১:১১:১৭
ওয়েস্ট ইন্ডিজের মাঠে বোলিংয়ে সেরা মাশরাফি

সাত উইকেট নিয়ে সবার উপরে আছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা। প্রথম ম্যাচে ৩৭ রানের বিনিময়ে চার উইকেট শিকার করেন নড়াইল এক্সপ্রেস। এটিই সিরিজের সেরা বোলিং ফিগার। ম্যাচ প্রতি ইকোনোমি মাত্র ৪.৯৬ রান। ৫টি উইকেট নিয়ে দুইয়ে আছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ইকোনোমিতে পিছিয়ে পাঁচ উইকেট নিয়ে তিনে আছেন রুবেল হোসেন।

বোলার-উইকেট-রান-বোলিং -গড়-ইকোনমি১।মাশরাফি বিন মুর্তাজা (বাংলাদেশ)- ৭- ১৪৪- ২০.৫৭- ৪.৯৬২। মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)- ৫- ১৪২- ২৮.৪০- ৫.৩৫৩। রুবেল হোসেন (বাংলাদেশ)- ৫- ১৪৭- ২৯.৪০- ৬.১২৪। দেবেন্দ্র বিশু (ওয়েস্ট ইন্ডিজ)- ৪- ১৩৩- ৩৩.২৫- ৪.৪৩৫। জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৪- ১৬৮- ৪২.০০- ৫.৭৯

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে