'দায়বদ্ধতা তাদের একার নয়, আমাদেরও'

তামিম-সাকিবরা কবে থেকে নির্ভার হয়ে খেলতে শুরু করবে কিংবা সাব্বির-মোসাদ্দেকরা কবে দায়িত্ব নিয়ে খেলে সিনিয়রদের চাপ মুক্ত করবেন।
এসব প্রশ্ন উঠেছে সদ্য সমাপ্ত উইন্ডিজ সিরিজেও। সিরিজ জিতলেও পুরো সিরিজেই ব্যাট হাতে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন জুনিয়ররা। প্রত্যেক ম্যাচেই দলের পঞ্চ পান্ডব দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
কিন্তু কতদিন তারা দলকে এভাবে টেনে নিয়ে যাবেন? একটা সময় তো দলের বাকি ক্রিকেটারদেরকে দায়িত্ব নিতেই হবে। আর নারী ক্রিকেট দলের মেন্টর নাজমুল আবেদীন ফাহিম মনে করেন যোগ্যতা থাকা সত্ত্বেও জুনিয়ররা পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন।
সাব্বির-মোসাদ্দেকদের কে লিডার হওয়ার সুযোগ করে দিতে হবে বলেও মনে করেন তিনি। রবিবার বাংলাদেশের সিরিজ জয়ের দিন সকালে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এসব নিয়েই কথা বলেন তিনি। তার ভাষায়,
'আমার মনে হয় এমনটা। কেননা বিজয়, সাব্বির, মোসাদ্দেক সবাইকেই আমরা অনেক আগে থেকে দেখেছি, এদের সম্ভাবনার কথা আমরা জানি। বিভিন্ন সময় তারা সেটা করে দেখিয়েছে।
ভীতিকর বিষয় হচ্ছে তাদের এখন যে অবস্থানে থাকার করা, তারা সেই অবস্থানে নেই। আর আমি বারবারই বলি, আমরা যেভাবে তাদের দেখেছি শুরু থেকে, সেই বিষয়টা ভুল ছিল।
আমরা ওদেরকে লিডার হওয়ার সুযোগ দিচ্ছি না, আবার আমরা ওদেরকে পরিণত হিসেবেও দেখছি না। আমরা চাই ওরা সাকিব বা তামিমদের ছায়ায় বেড়ে উঠবে, যা আদতে ভুল।'
এদিকে ছোট ছোট ভুল ধরিয়ে দিয়েছেন ফাহিম। টিম ম্যানেজম্যান্টকে দশ বছর পরের কথা ভেবে সব চিন্তা করতে হবে বলেও জানান তিনি। এছাড়াও এখনকার তরুনরা সাকিব-তামিমদের থেকে অনেক মেধাবিও বলে মনে করেন তিনি।
কিন্তু জুনিয়র ক্রিকেটারদের গড়ে তোলায় ভুল আছে বলেও জানান ফাহিম। তাদের মধ্যে নেতাসুলভ আচরণ আনতে হবে বলেও মনে করেন তিনি। তার ভাষায়,
'যেটা হওয়া উচিত ছিল, মোসাদ্দকের উচিত ছিল সাকিবের চাইতে এখন ভাল ব্যাটিং করা। সাব্বিরের উচিত ছিল তামিমের চেয়ে ভাল ব্যাটিং করা। যেন দশ বছর পরে এরা যদি আরও ভাল খেলে তাহলে আমরা আরেকটা উচ্চতায় যেতে পারি।
কিন্তু এমনটা হয়নি। ওরা অনেক মেধাবী, এখনকার ক্রিকেটারদের চাইতেও অনেকে মেধাবী। কিন্তু ওদের গড়ে তোলায় ভুল আছে। আর এদের মধ্যেও আমি কোনো ব্যক্তিগত উদ্যম দেখি না। কেননা সাকিব, তামিম রিয়াদদের আমরা দেখেছি তারা কি পরিশ্রমী ছিল।
জাতীয় দলকে ভাল উচ্চতায় নিতে এরা অনেক পরিশ্রম করেছে, নিজের জন্য না কিন্তু। তো এখনকার যারা তরুণ তাদের মধ্যে ওই স্পৃহাটুকু নেই। এই দায়বদ্ধতা তাদের একার না, আমাদেরও। আমরা তাদের মধ্যে নেতাসুলভ কিছু দেখতে চাইনি, বা তাদের গড়ে তুলিনি।'
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আবারও বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- একাধিক গণমাধ্যমে দাবি ‘নয়াদিল্লিতে শেখ হাসিনার মৃত্যুর’ জানা গেল খবরের সত্যতা
- ওবায়দুল কাদেরের মৃত্যু, জানা গেল সত্যতা
- চরম দু:সংবাদ: ভিসা বন্ধ ঘোষণা
- আফগানিস্তান ইংল্যান্ডকে হারানোর পেছনের নায়ক বাংলাদেশের বুলবুল
- পিলখানার হত্যাকাণ্ড কোনো সেনাসদস্য ঘটায়নি সরাসরি যাকে দুষলেন সেনাপ্রধান
- নাহিদ ইসলামের পদত্যাগের পর সারজিস আলমের ঘোষণা
- নাহিদের পদত্যাগে নতুন বিতর্ক, ভারতীয় সাংবাদিকের পোস্টে তোলপাড়
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বাংলাদেশের একটি শক্তির কারণে যুদ্ধে জড়াবে না ভারত
- নাহিদ ইসলামের জায়গাতে নতুন উপদেষ্টা হচ্ছেন যিনি
- আগামী নির্বাচনকে ঘিরে আত্মপ্রকাশ করছে ৩টি বড় রাজনৈতিক জোট
- কঠিন সমীকরণ: শেষ ম্যাচ না জিতেও সেমি ফাইনাল খেলবে আফগানিস্তান
- মাসের শুরুতেই কমলো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- সুখবর: দীর্ঘ অপেক্ষার পর আরব আমিরাতের ভিসা চালু