ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

লেহম্যান এর রেকর্ড ভেঙে সিরিজ সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৯ ১৬:২৮:২৬
লেহম্যান এর রেকর্ড ভেঙে সিরিজ সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল

টেস্ট সিরিজে ব্যাটিং ব্যর্থতার পর কঠোর পরিশ্রমের মাধ্যমে ওয়ানডে সিরিজে আবারো নিজের জাত চিনিয়েছেন তামিম ইকবাল।সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ১৩০ রানের পর দ্বিতীয় ম্যাচে ৫৪ রান এবং সিরিজ নির্ধারণী ম্যাচে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

তিন ম্যাচে দুই সেঞ্চুরি এবং এক হাফ-সেঞ্চুরি সহ ৭৭.৭৭ স্ট্রাইক রেটে ২৮৭ রান করে সিরিজে সর্বোচ্চ রানের তালিকার সবার উপরে রয়েছেন তামিম ইকবাল।যা উইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক কোন সিরিজে বাংলাদেশী ব্যাটসম্যানদের সর্বোচ্চ রান।এছাড়াও সফরকারী ব্যাটসম্যান হিসেবে উইন্ডিজের মাটিতে তাদের বিপক্ষে কোন সিরিজেও সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তামিম।এর আগের রেকর্ডটি ছিল অজি ব্যাটসম্যান ড্যারেন লেহম্যান এর।তিনি করেছিলেন ২০৫ রান।

তামিমের পরেই ১ সেঞ্চুরি এবং ১ হাফ-সেঞ্চুরিতে মোট ২০৭ রান করে দ্বিতীয় স্থানে আছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান শিমরন হেটমায়ার। ১৯০ রান করে তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

সেরা পাঁচ ব্যাটসম্যান:

১.তামিম ইকবাল- ২৮৭ রান(বাংলাদেশ)

২.শিমরন হেটমায়ার-২০৭ রান (ওয়েস্ট ইন্ডিজ)

৩. সাকিব আল হাসান-১৯০ রান (বাংলাদেশ)

৪.ক্রিস গেইল-১৪২ রান (ওয়েস্ট ইন্ডিজ)

৫.রভম্যান পাওয়েল-১১৮ রান(ওয়েস্ট ইন্ডিজ)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে