ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

ওয়ানডে সিরিজে ফাটিয়ে দিয়েছে বাংলাদেশের পেসাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৯ ১৫:১১:৪৫
ওয়ানডে সিরিজে ফাটিয়ে দিয়েছে বাংলাদেশের পেসাররা

ওয়ানডে সিরিজে বাংলাদেশ সফরে চমৎকার ব্যাটিং করেছে সেদেশের সিনিয়র ক্রিকেটাররা। এরই মধ্যে ৩ ম্যাচে দুই সেঞ্চুরি করে রেকর্ড এর পাতায় নাম তুলেছেন তামিম ইকবাল। আসুন জেনে নেই ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক

ওয়ানডে সিরিজটাকে একদম নিজের করে নিয়েছে তামিম ইকবাল। তিন ম্যাচে দুই সেঞ্চুরিসহ ২৮৭ রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল। এছাড়াও একটি অর্ধশতক রয়েছে তামিম ইকবালের। এই সিরিজে সর্বোচ্চ ২৩ টি চার এবং ৫টি ছক্কা হাঁকিয়েছেন তামিম।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যান শিমরন হ্যাটমিয়ার। তিন ম্যাচের তিনি একটি সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরিতে করেছেন ২০৭ রান। তালিকার তিন নম্বরে রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন ম্যাচে দুই হাফ সেঞ্চুরিতে ১৯০ রান সংগ্রহ করেছেন সাকিব আল হাসান।

এর পরেই রয়েছে ওপেনার ক্রিস গেইল। ৩ ম্যাচে ১ হাফসেঞ্চুরিতে ১৪২ রান সংগ্রহ করেছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের আরেক ব্যাটসম্যান রভম্যান পাওয়েল তিন ম্যাচে করেছেন ১১৮ রান। তালিকার পরের দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। দুজনেই তিন ম্যাচে একটি করে ফিফটি করে ১১০ রান সংগ্রহ করেছেন।

অন্যদিকে বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় রয়েছে বাংলাদেশের তিন পেসার মাশরাফি বিন মর্তুজার রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান। তিন ম্যাচে মাশরাফি নিয়েছেন সাতটি, রুবেল এবং মোস্তাফিজুর রহমান নিয়েছেন ৫ টি করে উইকেট। এছাড়াও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৩ উইকেট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে