ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

চেনারুপে ফিরছে বাংলাদেশের বোলিং

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৯ ১৪:২০:৪৭
চেনারুপে ফিরছে বাংলাদেশের বোলিং

তিন ম্যাচের এই সিরিজে সর্বমোট ২৯ ওভার বোলিং করে সাতটি উইকেট নিয়েছেন তিনি। যার মাঝে সিরিজের প্রথম ম্যাচেই নিয়েছেন চারটি উইকেট। পেসারদের মধ্যে সবচেয়ে কম ৪.৯৬ ইকোনমিতেও বোলিং করা বোলার মাশরাফি।

সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পুরো সিরিজে ৫.৩৫ ইকোনমি রেটে বোলিং করেছেন। নিজের ঝুলিতে নিয়েছেন পাঁচটি উইকেট। যার মধ্যে ৩৫ রানে দুই উইকেটই ছিল তাঁর সর্বোচ্চ।

এই তালিকার তৃতীয় স্থান বাংলাদেশের দ্রুতগতির বোলার রুবেল হোসেনের। মুস্তাফিজের সমপরিমাণ পাঁচ উইকেট নিলেও ৬.১২ ইকোনমিতে বোলিং করে পিছিয়ে আছেন রুবেল। যার মধ্যে একটি তিন উইকেটও রয়েছে তাঁর।

দেশের এই তিন পেসারের পরেই অবস্থান স্বাগতিক বোলারদের। সম্পূর্ণ সিরিজে চারটি করে উইকেট নিয়ে উইকেট শিকারি বোলারের তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থান যথাক্রমে দেবেন্দ্র বিশু এবং জেসন হোল্ডারের।

তবে ইকোনমিতে রেটে বিশুর নিচে অবস্থান অধিনায়ক হোল্ডারের। যেখানে ৪.৪৩ গড়ে বোলিং করছেন লেগ স্পিনার বিশু। আর হোল্ডার বোলিং করেছে ৫.৭৯ গড়ে। একইসাথে দুজনেই সর্বোচ্চ দুটি করে উইকেট পেয়েছিলেন এই সিরিজে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে