ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

তামিমের সিরিজ জেতানো দুর্দান্ত সেঞ্চুরি (ভিডিও)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৯ ১২:০৭:৪৩
তামিমের সিরিজ জেতানো দুর্দান্ত সেঞ্চুরি (ভিডিও)

টসে জিতে ব্যাটিংয়ে নেমে তামিম-বিজয়ের ব্যাটে কিছুটা ধীরগতির সুচনা করে বাংলাদেশ।একদিকে তামিম তার স্টাইলে খেললেও ধীরগতির ব্যাটিং করে ৩১ বলে ১০ রান করে ফিরে যান বিজয়।এরপরে ব্যাটিংয়ে আসা সাকিবকে নিয়ে আবারো টানা অর্ধশতক রানের পার্টনারশিপের পাশাপাশি তিনিও তুলে নেন পর পর তিন ম্যাচেই অর্ধশতক।

হোল্ডার-বিশুদের ভালোভাবেই সামাল দিয়ে ৬৭ বলে ক্যারিয়ারের ৪৩ তম অর্ধশতক তুলে নেন তামিম।তামিমের অর্ধশতকের পর সাকিব-মুশফিক ফিরে গেলেও চোখ ধাধানো ব্যাটিং করে শতকের দিকে এগুতে থাকেন তামিম ইকবাল।নার্সের স্পিনে সুন্দর সিংগেলের মাধ্যমে ১২০ বলে ক্যারিয়ারের ১১ তম সেঞ্চুরি তুলে নেন দেশসেরা এই ওপেনার। তার শতকের ইনিংসটি ২ টি বিশাল ছক্কা এবং ৭ টি চারে সাজানো ছিল।

তবে সেঞ্চুরির পর আর ইনিংস বড় করতে পারেননি তামিম।বিশুর বলে ছক্কা হাকাতে গিয়ে লুইসের হাতে ক্যাচ দিয়ে ১০৩ রান ফিরে যান তিনি।তার সেঞ্চুরি এবং শেষ দিকে রিয়াদের ঝড়ো ৬৭ রানের উপর ভর করে উইন্ডিজদের বিপক্ষে সর্বোচ্চ ৩০১ রান সংগ্রহ করে টাইগাররা।

জবাবে ব্যাট করতে নেমে মাশরাফি-রুবেলদের বোলিং চাপে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করে উইন্ডিজ।ফলে ১৮ রানের জয় নিয়ে তৃতীয় বারের মতো উইন্ডিজদের সিরিজ হারায় টাইগাররা।

তামিমের সিরিজ জেতানো সেঞ্চুরিটি দেখুন এখানে

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে