ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

সিরিজ জয়ের পর যা বললেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৯ ১১:৪৬:১৮
সিরিজ জয়ের পর যা বললেন মাশরাফি

ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে সিরিজ জয়ের ট্রফি নিতে এসে মাশরাফি বলেন, ‘ক্রিকেট একধরনের মানসিক খেলা।আমরা এর আগের ম্যাচে(দ্বিতীয় ওয়ানডেতে) ৯৯ ওভার পর্যন্ত ম্যাচ আমাদের থলিতে থাকার পরেও আমরা হেরেছিলাম।কিন্তু আমার মনে হয় আজ আমরা সে চাম সামলাতে পেরেছি।আমাদের খেলোয়াড়দের দলগত প্রফেশনাল পারফরমেন্সের কারণেই আজকে জিতেছি আমরা।’

এর পর তামিম-সাকিদের প্রসংশা করে মাশরাফি বলেন ‘ এই সিরিজে তামিম-সাকিব-মুশি খুবই ভাল খেলেছে।আর তাদের সাথে এখন জুনিয়ররাও দায়িত্ব নিতে শুরু করেছে।যেটা সামনে ট-টুয়েন্টি সিরিজে কাজে দিবে।তবে উইন্ডিজদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ এতটা সহজ নয়।’

উল্লেখ্য টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে বাংলাদেশ সময় আগামী ১, ৫ ও ৬ অগাস্ট ভোরে। প্রথম ম্যাচ সেন্ট কিটসে, পরের দুটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে