ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

তামিম ইকবাল ময় সিরিজ!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৮ ২৩:১২:৪৫
তামিম ইকবাল ময় সিরিজ!

এই সিরিজে তামিমের মোট রান ২৯৭।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে তামিম-বিজয়ের ব্যাটে কিছুটা ধীরগতির সুচনা করে বাংলাদেশ।একদিকে তামিম তার স্টাইলে খেললেও ধীরগতির ব্যাটিং করে ৩১ বলে ১০ রান করে ফিরে যান বিজয়।এরপরে ব্যাটিংয়ে আসা সাকিবকে নিয়ে আবারো টানা অর্ধশতক রানের পার্টনারশিপের পাশাপাশি তিনিও তুলে নেন পর পর তিন ম্যাচেই অর্ধশতক।

হোল্ডার-বিশুদের ভালোভাবেই সামাল দিয়ে ৬৭ বলে ক্যারিয়ারের ৪৩ তম অর্ধশতক তুলে নেন তামিম।তামিমের অর্ধশতকের পর সাকিব-মুশফিক ফিরে গেলেও চোখ ধাধানো ব্যাটিং করে শতকের দিকে এগুতে থাকেন তামিম ইকবাল।এরই মধ্যে গড়েন সফরক্রী প্লেয়ার হিসেবে উইন্ডিজের মাটিতে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড।এর পর নার্সের স্পিনে সুন্দর সিংগেলের মাধ্যমে ১২০ বলে ক্যারিয়ারের ১১ তম সেঞ্চুরি তুলে নেন দেশসেরা এই ওপেনার। তার শতকের ইনিংসটি ২ টি বিশাল ছক্কা এবং ৭ টি চারে সাজানো ছিল।

তবে সেঞ্চুরির পর আর ইনিংস বড় করতে পারেননি তামিম।বিশুর বলে ছক্কা হাকাতে গিয়ে লুইসের হাতে ক্যাচ দিয়ে ১০৩ রান ফিরে যান তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে