ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচের ফলাফল টসেই নির্ধারণ হবে!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৮ ১৭:৫১:০৭
বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচের ফলাফল টসেই নির্ধারণ হবে!

পরিসংখ্যানে দেখা গেছে,এ মাঠে আগে ব্যাট করা উত্তম। হয়ে যাওয়া ১৭ ম্যাচের মধ্যে আগে ব্যাট করা দল জিতেছে ১২ বার।পাঁচ বার পরে ব্যাট করা দল হেসেছে শেষ হাসি।

সেন্ট কিটসের প্রথম ইনিংসের গড় স্কোর ২৮৫। আর দ্বিতীয় ইনিংসের গড় স্কোর ২০৯।এই মাঠে শেষ ওয়ানডে ম্যাচটি হয়েছে ২০১৬ সালের ১৫ জুন।তবে দুই বছর কোন ম্যাচ অনুষ্ঠিত না হলে এই মাঠের উইকেট যে ব্যাটিং সহায়ক তা বলায় যায়।এ কারণে জিততে হলে ব্যাটসম্যানদের রান করতে হবে। এবং যেহেতু প্রথম ইনিংসের গড় রান ২৮০ + আর পরে ব্যাট করা দলের গড় স্কোর ২১০’র নীচে। তাই এখানে আগে ভাগে ব্যাট করাই উত্তম। রান তাড়ায় থাকতে পারে বাড়তি ঝুঁকি।

সেজন্য সবার আগে দরকার মাশরাফির টস জেতা। সেটাই যথেষ্ট নয় ধরেই নেয়া যায় উইকেট হবে ব্যাটিং ফ্রেন্ডলি। তাই ২৮০ কিংবা ৩০০ রানের বড় স্কোর গড়াও হবে সাফল্যের প্রথম শর্ত। দেখা যাক ব্যাটসম্যানরা সুযোগ পেলে সে শর্ত পূরণ করতে পারেন কিনা!

এর আগে এই মাঠে দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ।এর মধ্যে একটিতে জয় এবং একটিতে হার রয়েছে টাইগাররদের।তবে আশার কথা তামিম-সাকিব-মুশফিকরা বেশ ভালো ফর্মে আছেন। তার সঙ্গে তরুণ এনামুল হক বিজয়, সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেনরা বড়দের সাথে কাঁধ মিলিয়ে পারফর্ম করতে পারলে সাফল্যের নতুন ইতিহাস রচিত হতেও পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে