ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে সেন্ট কিটস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৮ ১৫:০৯:৩২
বাংলাদেশের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে সেন্ট কিটস

অর্থাৎ এক কথায় বলা যায় সেন্ট কিটসের এই মাঠটি ঐতিহ্যগতভাবে অনেকটাই ব্যাটিং সহায়ক। সুতরাং বাংলাদেশের বিপক্ষে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাটিং করতে পারলে ক্যারিবিয়ানরা যে বড় স্কোরই গড়বে এটি অনেকটা হলফ করেই বলা যায়।

কেননা দলটিতে রয়েছেন ক্রিস গেইল এবং এভিন লুইসের মতো বিধ্বংসী ব্যাটসম্যানেরা। তাদের কথা মাথায় রেখে আজও যে ব্যাটিং বান্ধব উইকেটই দেখা যাবে সেন্ট কিটসে তা তো নিশ্চিতই বলা চলে।

আর এই উইকেটে যদি তারা জ্বলে উঠতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশের বোলারদের কপালে যথেষ্ট দুঃখ আছে। এই বিষয়টি বুঝতে পারছেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।

আর তাই ম্যাচের আগে সাংবাদিকদের তিনি জানিয়েছেন যত দ্রুত সম্ভব গেইল এবং লুইসকে ফেরানোর লক্ষ্য থাকবে তাদের। আক্রমণাত্মক হয়ে ওঠার আগেই তাদের আউট করতে পারলে ক্যারিবিয়ানদের রানে বাঁধ দেয়া সম্ভব হবে বলে বিশ্বাস করেন সাকিব।

তিনি বলছিলেন, 'সেন্ট কিটসের উইকেট ভালো, ব্যাটসম্যানেরা এখানে ভালো রান পান। তাই এভিন লুইস, ক্রিস গেইলদের দ্রুত ফেরানো জরুরী।'

এখন দেখার বিষয় টাইগাররা তাদের এই লক্ষ্য আক্ষরিক অর্থে কতটা সফল হয়। তবে আশার কথা হলো সেন্ট কিটসে দুই বছর পরে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও এই মাঠে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এর আগে।

যেখানে খেলেছিলেন সাকিব আল হাসান। তাই এখানকার উইকেট সম্পর্কে বেশ ভালোই ধারণা রয়েছে তাঁর। সুতরাং অন্তত তাঁর জন্য উইকেট বুঝে খেলাটি খুব একটা কঠিন হওয়ার কথা নয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে