ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

ব্রাজিলের তারকাকে পেতে ১২ ক্লাবের লড়াই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৮ ১৩:৪৪:৩৭
ব্রাজিলের তারকাকে পেতে ১২ ক্লাবের লড়াই

কোচ অ্যান্তনিও কন্তেকে বরখাস্ত করে নাপোলি থেকে কোচ উড়িয়ে এনেছে চেলসি। আর সেই উড়িয়ে আনা কোচের পছন্দের উপর এখন খেলোয়ার কিনছে চেলসি। কন্তের খেলার স্টাইলের থেকে একেবারেই আলাদা স্টাইলের খেলায় অভ্যস্ত নতুন কোচ মাউরিজিও সারির পছন্দের তালিকায় আছেন ব্রাজিল তারকা বার্নার্ড।

ব্রাজিলের সবচেয়ে বিশ্বস্ত সোর্স গ্লোবো স্পোর্টস জানিয়েছে, বার্নার্ডকে কেনার জন্য অন্তত ১২টি ক্লাব চেষ্টা করছে। তাদের মধ্যে সবচেয়ে বড় নামটি হলো চেলসি।

এদিকে গ্লোবো স্পোর্টস জানিয়েছে, বার্নার্ড ইউরোপেই থাকতে চায়। আর লন্ডন শহর তার খুবই পছন্দের। আর সবকিছু ঠিক থাকলে তার আশা, আলোচনা সফল হবে দুই ক্লাবের মধ্যেই।

বার্নার্ডকে কেনার তালিকায় অন্যান্য ক্লাব গুলোর মধ্যে মোনাকো, বেনফিকা, ওয়েষ্টহাম, লিষ্টার সিটি, ওলফসবার্গ, গ্রোমিও, পালমেইরাস অন্যতম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে