ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

একাদশে সাব্বিরের থাকা নিয়ে শঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৮ ১৩:৩৩:০৯
একাদশে সাব্বিরের থাকা নিয়ে শঙ্কা

নিশ্চিত সিরিজ জয় হাতছাড়া হয়ে যাবার পর কঠিন সমালোচনার মুখে বাংলাদেশের উদীয়মাণ ক্রিকেটাররা। বার বার কেন সিনিয়র ক্রিকেটারদের জয়ে পেছনে ভূমিকা রাখবে? তরুণ ক্রিকেটাররা কেন দলে আছে? প্রশ্ন-টা এখন বিসিবির সকল কর্মকর্তা আর সাবেক ক্রিকেটারদের। বিশেষ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তো মহা ক্ষেপেছেন তরুণ ক্রিকেটারদের উপর। বিসিবির এক সিনিয়র পরিচালক নাম না প্রকাশের শর্তে এ তথ্য জানিয়েছেন।

সূূত্রের দেয়া তথ্য মোতাবেক আজ বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের কথা ছাড়াও তরুণ ক্রিকেটারদের একাদশে রাখার বিষয়ে বিসিবি সভাপতি অধিনায়ক মাশরাফি ও টিম ম্যানেজম্যান্টকে বিশেষ আদেশ দিয়েছেন। একাদশ যাই হউক না কেন আজ একাদশে সাব্বির রহমানকে না রাখা সম্ভবনাই বেশি।কারণ ২০১৭ সালের ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে ডুবলিনের উইকেটে ৬৫ রানে পর পেরিয়ে গেছে ১৪ মাস। এর মধ্যে সাব্বির খেলেছেন ১৩টি ওয়ানডে ম্যাচ। তাতে নেই কোন বিগ স্কোর, শেষ ১৩ ম্যাচে মোট রান ১৯৩! যার গড় দাঁড়ায় ম্যাচ প্রতি প্রায় ১৪.৯। একাদশে না রাখার পেছনে এই হিসেবটা ছাড়াও টিম ম্যানেজম্যান্ট সাব্বিরের শেষ ম্যাচের ব্যাটিংটাও মাথা রাখছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে