ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

প্রথম বাংলেদেশি হিসাবে যে রেকর্ডের সামনে দাঁড়িয়ে ওপেনার তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৮ ১৩:০৯:২০
প্রথম বাংলেদেশি হিসাবে যে রেকর্ডের সামনে দাঁড়িয়ে ওপেনার তামিম

অভিষেক থেকে নিয়মিত ঝড়ো ব্যাটিং করায় নিজের নামের পাশে ড্যাসিং শব্দটি যোগ করিয়েছেন তামিম। তবে যতই অভিজ্ঞতা বেড়ে তামিমের ততই খোলসবন্ধী হয়ে খেলছেন, ২০১৫ সালের পর থেকে তামিমের ব্যাটে ধারাবাহিক রানের পাশাপাশি পুরনো তামিমকেও আড়াল করেছেন তিনি।

বর্তমান সময়ে তামিমের ডট বল দেওয়া নিয়ে তামিমের সমালোচক থেকে শুরু করে ভক্তরাও বিরক্ত হন মাঝে মাঝে, তবে মাশরাফি যখন জানিয়েছেন তামিম দলের চাহিদা অনুযায়ী খেলছেন, তামিমের খেলা নিয়ে দলের কোন চিন্তা নেই, তখন আর বলার কিছু নেই ভক্ত সমর্থকদের। তবে ড্যাসিং ব্যাটসম্যান তামিমের, এভাবে খোলসবন্ধ হয়ে যাওয়া নিয়েই যত সমালোচনা ক্রিকেটপ্রেমীদের।

সব আলোচনা ও সমালোচনা পেছনে ফেলে এগিয়ে চলছেন তামিম, প্রথম বাংলাদেশী হিসেবে দাঁড়িয়ে আছেন ২০টি আন্তর্জাতিক সেঞ্চুরির সামনে, ২০০৭ সালে তামিমের অভিষেকের সময় কে ভেবেছিল বাংলাদেশী কোন ব্যাটসম্যানও আন্তর্জাতিক ক্রিকেটে ২০টি সেঞ্চুরী করবে।

অবশেষে তাই হতে যাচ্ছে, ওয়ানডেতে ১০টি, টেস্টে ৮টি ও ১টি টি২০ সেঞ্চুরী সহ মোট ১৯টি আন্তর্জাতিক সেঞ্চুরী করা তামিম ইকবাল দাঁড়িয়ে আছেন ২০টি সেঞ্চুরীর সামনে।

১৯৮৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা বাংলাদেশ যখন ১৯৯৯ সালে এসে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরী পায় এবং ২০০৫ সাল পর্যন্তও জয় যেমন তেমন সেঞ্চুরী ছিলো সোনার হরিণ, সেই জায়গা থেকে একজন বাংলাদেশী ব্যাটসম্যানই এখন ২০টি সেঞ্চুরীর সামনে দাঁড়িয়ে, যা অবিশ্বাস্য সাফল্য বাংলাদেশ ক্রিকেটের জন্য, তামিমের জন্য। উইন্ডিজের সাথে সিরিজের ৩য় ও শেষ ম্যাচেই তামিম পেতে পারেন ২০তম সেঞ্চুরী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে