ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

পিসিবি’র দায়িত্ব নিচ্ছেন ওয়াসিম আকরাম!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৮ ১২:২৩:৫১
পিসিবি’র দায়িত্ব নিচ্ছেন ওয়াসিম আকরাম!

দেশটির ইতিহাসে প্রথমবার কোন ক্রিকেটার থেকে পুরাদস্তুর রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান যুগের সূচনা হতে না হতেই পরিবর্তনের হাওয়া লেগেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)।

ইমরান খানের সাথে গভীর সম্পর্ক ছিল ওয়াসিম আকরামের সাথে। ইমরান খানের নেতৃত্বেই ১৯৯২ সালে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জেতে পাকিস্তান। সেই দলে ছিলেন ওয়াসিম আকরাম। আকরাম নিজেও বিশ্বসেরা অল রাউন্ডার। দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন দেশকে।

ওয়াসিম আকরামের পারিবারিক সূত্রের বরাত দিয়ে স্পোর্টস মিরছি প্রতিবেদনে বলা হয়, ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর তার একসময়ের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য কিংবদন্তি অল রাউন্ডার ওয়াসিম আকরাম পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে যাচ্ছেন।

সূত্র আরো জানায়, ‘হ্যাঁ, ওয়াসিম পিসিবি’র পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছেন। তিনি ইমরান খানের সাথে ক্রিকেট খেলেছেন। এখন তার নেতৃত্বে দেশকে নতুন উচ্চতায় নিতে প্রস্তুত।’

সূত্র আরো বলেছে, ‘পাকিস্তান ক্রিকেটের ওয়াসিমের মতো একজনকে প্রয়োজন, যিনি দেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত করতে পারবেন। ইন্দো-পাক ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।’

টেস্ট ও ওয়ানডে মিলিয়ে পাকিস্তানের হয়ে ৯১৬ উইকেট নেওয়া আকরামও ইমরান খানের সাফল্যে দারুণ খুশি। ইমরান খানকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনার নেতৃত্বেই পাকিস্তান ১৯৯২ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আপনার নেতৃত্বেই আমরা আবার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পারব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে