ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

নিজেকে প্রমাণের সুযোগ ই পাচ্ছেন না লিটন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৮ ১১:৫৪:৩৭
নিজেকে প্রমাণের সুযোগ ই পাচ্ছেন না লিটন

গত ম্যাচে বিজয় ৯ বলে ২৩ রান করে। গত ম্যাচের ইনিংস বাদে বিজয়ের সর্বশেষ পাঁচ ইনিংসগুলো হচ্ছে ১৯,৩৫,১,০,০ রান। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বিজয়ের প্রথম ম্যাচ সহ টানা তিনটি ম্যাচেই কোন রানের দেখা পাননি বিজয়। যেখানে লিটন দাস প্রস্তুতি ম্যাচে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পরও সুযোগ পাননি।

লিটন দাস প্রতিভাবান একজন খেলোয়াড়। তাঁর খেলার ধরণ দেখে অনেকেই তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। বাংলাদেশের ক্লাসিক ব্যাটসম্যান হিসেবে ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। কিন্তু নিয়মিত ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছেন না বিধায় নিজেকে মেলে ধরতে পারছেন না লিটন।

৪ বছর ধরে লিটন বাংলাদেশের নিয়মিত খেলোয়াড়। নিয়মিত স্কোয়াডে থাকলেও এখন পর্যন্ত তিনি মাত্র ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১২টি ওয়ানডে যে খেলেছেন সেটাও টানা নয়। ২ ম্যাচ সুযোগ পেলে তৃতীয় ম্যাচেই বসিয়ে রাখা হয়েছে তাঁকে।

লিগ পর্যায়ে দুর্দান্ত খেলা লিটন সবসময়ই সেখানে নিজেকে প্রমাণ করেছে। লিগে নিয়মিত পারফর্ম করার একমাত্র কারণ হচ্ছে তিনি নিয়মিতই দলে থাকছেন। প্রতিটি ম্যাচেই ব্যাট করার সুযোগ পাচ্ছেন। কিন্তু জাতীয় দলে আসা যাওয়ার মধ্যেই থাকায় নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না।

সাব্বির-সৌম্য তাঁরা দুইজনই নিয়মিত দলে থাকছেন অফ ফর্মে থাকার পরও। সৌম্য প্রায় এক বছর সুযোগ পেয়েছিলেন নিজেকে প্রমাণ করার। কিন্তু প্রতিটি সিরিজেই তিনি ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ওয়ানডে থেকে বাদ পড়েছেন। সাব্বিরতো এখনও সুযোগ পেয়ে যাচ্ছেন। সাব্বির তাঁর শেষ ১২ ইনিংসে ১৪ গড়ে মাত্র ১৭৮ রান সংগ্রহ করেছেন। কিন্তু লিটনের ক্ষেত্রে সেই পর্যাপ্ত সুযোগটা এখনও আসেনি।

সাব্বির-সৌম্য কিংবা বিজয় নিয়মিত হারে নিজেদের প্রমান করার সুযোগ পেয়ে যাচ্ছেন। সেই সুযোগ লিটন নিয়মিত পেলে নিঃসন্দেহে ভালো পারফর্ম করতে পারবেন। তাঁর জন্য তাঁকে কমপক্ষে ৩-৪টি সিরিজে নিয়মিত খেলাতে হবে। প্রথম ম্যাচেই খারাপ করলেই দ্বিতীয় ম্যাচে বসিয়ে দেওয়ার মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে নির্বাচকদের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে