ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

মেসি-রোনালদোকে হটিয়ে সেরা মদ্রিচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৮ ০১:২৩:৩৯
মেসি-রোনালদোকে হটিয়ে সেরা মদ্রিচ

দেশটির গণমাধ্যম জানিয়েছে, তিন দিনে ৩০,৪১৩ জন স্প্যানিশ ভক্ত ভোট দিয়েছেন। তাতে সর্বোচ্চ ১৪,২২৭টি ভোট পেয়েছেন মদ্রিচ। এরপর ৫,৩৫০ ভোট পেয়েছেন রোনালদো। মেসি পেয়েছেন ৪,৩৮৪ ভোট।

রাশিয়ার বিশ্বকাপে অবিশ্বাস্য ফুটবল খেলে ফাইনালে উঠে গিয়েছিল ক্রোয়েশিয়া। আর অপ্রতিরোধ্য এই ফুটবলে দেশটিকে নেতৃত্ব দেন রিয়াল মাদ্রিদের তারকা মদ্রিচ। যদিও ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যায় ক্রোয়েশিয়া। তবু ফুটবলপ্রেমিদের মন জয় করে মদ্রিচরা। মদ্রিচ নিজে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।

স্প্যানিশ ভক্তরা কাদের কত ভোট দিয়েছে :

১. লুকা মদ্রিচ—১৪,২২৭ ভোট২. ক্রিস্তিয়ানো রোনালদো—৫,৩৫০ ভোট৩. লিওনেল মেসি—৪,৩৮৪ ভোট৪. আঁতোয়া গ্রিজমান—৩,৮৯৪ ভোট৫. রাফায়েল ভারানে—১,১১০ ভোট৬. কিলিয়ান এমবাপে—৮৬১ ভোট৭. মোহাম্মদ সালাহ—২৪২ ভোট৮. ইডেন হ্যাজার্ড—২২৪ ভোট৯. কেভিন ডি ব্রুইন—৮৭ ভোট১০. হ্যারি কেন—৩৪ ভোট

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে