ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

সৌদি প্রবাসীদের চাকরি -ব্যবসায় নিষেধাজ্ঞাঃ চরম বিপদে প্রবাসী বাংলাদেশিরা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৭ ২১:৫৭:১৭
সৌদি প্রবাসীদের চাকরি -ব্যবসায় নিষেধাজ্ঞাঃ চরম বিপদে প্রবাসী বাংলাদেশিরা

দীর্ঘ বার বছর সৌদিতে ব্যবসা করছেন গাজীপুরের প্রবাসী মোহাম্মদ গুলজার মোল্লা। শুরুতে সৌদি নাগরিকের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করলেও, পরে নিজ কর্মদক্ষতায় চীনের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে সৌদিতে কয়েক লাখ রিয়াল বিনিয়োগ করে ব্যবসা শুরু করেন তিনি। কিন্তু চলতি বছর সৌদি সরকার এ ব্যবসায় বিদেশিদের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এতে ব্যবসার মূলধনসহ পুঁজি হারানোর পথে তিনি।

এদিকে বৃহস্পতিবার সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি পেশা পরিবর্তনের বিষয়টি দেশটির অভ্যন্তরীন সিদ্ধান্ত হওয়ায় কোন মন্তব্য করেননি। তবে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছেন বলে জানান।

সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে পেশা পরিবর্তনের বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি কিছুই। কোন কোন পেশা পরিবর্তন হবে এ ব্যাপারে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদেরকে দ্রুত জানানো হবে বলেও জানান রাষ্ট্রদূত। বাংলাদেশি প্রবাসীরা সৌদি আরব থেকে আগের বছরের তুলনায় গত অর্থ বছরে প্রায় চল্লিশ কোটি মার্কিন ডলার বেশি অর্থ পঠিয়েছেন ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে