ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

সাব্বির-রিয়াদ নাকি মুশফিক, দোষী কে?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৭ ১৭:৪১:২০
সাব্বির-রিয়াদ নাকি মুশফিক, দোষী কে?

রিয়াদের রান আউট নাকি সাব্বিরের খামখেয়ালি শটে আউট নাকি মুশফিকের দায়িত্ব না নেওয়া দোষটা আসলে কার? হেরে আসার শুরুটা আসলে রিয়াদের রান আউটের মধ্য দিয়ে শুরু হয়। সে সময় আসলে এভাবে রিস্ক না নিলেও পারতেন তিনি। অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে তার এতটুকু বোঝা উচিত ছিল ক্রিজে নতুন ব্যাটসম্যান নামলে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা নতুন ব্যাটসম্যানকে চেপে ধরতো। সেই সঙ্গে নতুন ব্যাটসম্যানের সেট হতেও কিছুটা সময় লাগে। এতে বল নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই দায়িত্বটা রিয়াদেরই নেওয়া উচিত ছিল। কিন্তু আবারো রিয়াদ শেষ মুহূর্তে এসে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব ছেড়ে দিলেন।

রিয়াদ চলে যাওয়ার পর মাঠে আসলেন হার্ট হিটার তকমা পাওয়া সাব্বির রহমান। খেতাব পেলেন ঠিকই কিন্তু এখন পর্যন্ত সেটা দলের প্রয়োজনে দেখাতে পারলেন না। স্বাভাবিক ভাবেই নতুন খেলোয়াড় ক্রিজে আসলে ক্রিজে সেট হওয়া ব্যাটসম্যানকেই বেশি করে ব্যাটিং করার সুযোগ দিয়ে থাকেন। আর যখন ম্যাচের পরিস্থিতি ৭ বলে ৮ রান প্রয়োজন তখনতো ক্রিজে সেট হওয়া ব্যাটসম্যানকেই সুযোগ দেওয়া উচিত ছিল সাব্বিরের। তিনি সেটা চেষ্টা না করে ওভারের শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউটই হয়ে আসলেন। এতে দলের উপর বাড়তি চাপের পাশাপাশি ক্রিজে থাকা মুশির উপর বাড়তি চাপ পড়ছিল। সেইসঙ্গে স্নায়ু চাপটাও হয়তো বেড়ে যাচ্ছিল মুশির। কাছাকাছি সময় দুইজন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পরও সমর্থকদের আশা ছিল মুশফিক ম্যাচটা জিতিয়েই মাঠ ছাড়বেন।

আশার গুঁড়ে বালি। মুশফিকের মতো একজন অভিজ্ঞ সিনিয়র খেলোয়াড় ম্যাচটি জিতে আসতে পারেননি সেটা সত্যি হতাশাজনক। মুশফিকের মতো একজন খেলোয়াড়ের জন্য ৬ বলে ৮ রান করে আসাটা কোন ব্যাপার না। কিন্তু সেটাকেই কিভাবে কঠিন বানাতে হয় তিনি দেখিয়ে দিয়েছেন। ম্যাচটা শেষ করে আসতে পারলেন না। শেষ পর্যন্ত মাত্র ৩ রানে হেরে আসে বাংলাদেশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে