ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যত কিংবদন্তি ফখর জামান!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৭ ১৬:৪০:২৫
পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যত কিংবদন্তি ফখর জামান!

আন্তর্জাতিক ক্রিকেটে ফখরের পথচলা বেশি দিন হয়নি। ৩০ মার্চ ২০১৭ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় তার। সেই ফরম্যাটে ভালো করার পর ওয়ানডেতে দরজা খুলে যায়। গেল বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পেয়ে যান। তাতেই মাত। ফাইনালে ভারতের বিপক্ষে উইনিং ইনিংস খেলে রীতিমতো পাকিস্তানের জাতীয় বীরে পরিণত হন।

এখনও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ফখর। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজটি স্বপ্নের মতো কাটিয়েছেন তিনি। বইয়ে দিয়েছেন রেকর্ডের স্রোত। গড়েছেন প্রথম পাকিস্তানি হিসেবে ডাবল সেঞ্চুরি, সবচেয়ে দ্রুততম এক হাজার রান, পাঁচ ম্যাচ দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রানসহ একাধিক কীর্তি। এ পথে ভেঙেছেন স্বদেশী কিংবদন্তি সাঈদ আনোয়ারের এক ইনিংসে সর্বোচ্চ ১৯৪ রানের রেকর্ড। রয়েছেন ওয়ানডে র‌্যাংকিয়ের চতুর্থ স্থানে।

এবারের এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ১৫ সেপ্টেম্বর। আর ভারত-পাকিস্তান মহারণ হবে ১৯ সেপ্টেম্বর। সেই ম্যাচ মাঠে গড়াতে এখনো ঢের বাকি। তার আগেই ফখরকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। দুই চিরশত্রু পড়শীর লড়াইয়ে সব আলো কেড়ে নিতে পারেন বলে ভবিষ্যদ্বাণী করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

অস্ট্রেলিয়ান কিংবদন্তি মাইক হাসি তো আগভাগেই তার ব্যাপারে ভারতকে সাবধান করে দিয়েছেন। পাকিস্তানি বাঁহাতি ওপেনারকে থামাতে ভারতীয় বোলারদের টিপসও দিয়েছেন তিনি। সব মিলিয়ে বিশ্বক্রিকেট কাঁপাবেন তরুণ তুর্কি বলে সহমত সবার।

বিখ্যাত সাংবাদিক সাদ-এ তুরের মতে, বুমবুম আফ্রিদি, টুকটুক মিসবাহর পর পাকিস্তান পেয়েছে জুমজুম জামান। যার রয়েছে উইকেটের চারপাশে শট খেলার সব রকমের সামর্থ্য। বিশ্বক্রিকেট পেয়েছে এক অমূল্য সম্পদ। আগামীর সুপারস্টার সে-ই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে