ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

সামাজিক মাধ্যমে প্রতি পোস্টে কোটি টাকা আয় কোহলির!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৭ ১১:৩১:৪৫
সামাজিক মাধ্যমে প্রতি পোস্টে কোটি টাকা আয় কোহলির!

ইনস্টাগ্রাম সিডিউলার হপারএইচকিউ চলতি বছরে ধনী সেলেবদের সোশ্যাল পোস্টের মাধ্যমে উপাজর্নের একটি তালিকা তৈরি করেছে। সেখানেই দুনিয়ার সব বড় বড় তারকাদের সঙ্গে জায়গা করে নিয়েছেন বিরাট কোহেলী। সেই পরিসংখ্যানেই দেখা গিয়েছে, বিরাট কোহেলীর একটি পোস্টে আয় ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯০ লক্ষ টাকা। তিনিই এই তালিকায় থাকা শীর্ষস্থানীয় ভারতীয় ও ক্রিকেটার।

তবে এত অর্থ উপার্জন করেও তালিকায় ১৭ নম্বর স্থানে রয়েছেন বিরাট কোহেলী। তিনি ছাড়া অন্যান্য যে ক্রীড়াবিদরা এই তালিকায় রয়েছেন তাঁরা হলেন (মার্কিন ডলারে)৩) ক্রিশ্চিয়ানো রোনালদো (ফুটবল) ৭ লক্ষ ৫০ হাজার৮) নেইমার (ফুটবল) ৬ লক্ষ৯) লিওনেল মেসি (ফুটবল) ৫ লক্ষ১২) ডেভিড বেকহ্যাম (ফুটবল) ৩ লক্ষ১৩) গ্যারেথ বেল (ফুটবল) ১ লক্ষ ৮৫ হাজার১৪) জলাটান ইব্রাহিমোভিচ (ফুটবল) ১ লক্ষ ৭৫ হাজার১৫) লুইস সুয়ারেজ (ফুটবল) ১ লক্ষ ৫০ হাজার১৬) কোনর ম্যাকগ্রেগর (আল্টিমিমেট ফাইটিং) ১ লক্ষ ২০ হাজার১৭) বিরাট কোহলি (ক্রিকেট) ১ লক্ষ ২০ হাজার১৮) স্টিফেন কারি (বাস্কেটবল) ১ লক্ষ ১০ হাজার১৯) ফ্লয়েড মেওয়েদার (বক্সিং) ১ লক্ষ ৭ হাজার

অন্যান্য তারকাদের মধ্যে রয়েছেন কাইল জেনার, ডোয়েন জনসনদের মতো হলিউড সেলিব্রিটিরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে