ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

নভেম্বরে আবারো আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসছে সিলেটে!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৭ ০০:২৬:৩৮
নভেম্বরে আবারো আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসছে সিলেটে!

এর পর বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচের মাধ্যমে পেয়েছে আন্তর্জাতিক স্টেডিয়ামের স্বীকৃতি। এবার ওয়ানডে ক্রিকেটের স্বাদও পেতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আগামী নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে তৃতীয় ওয়ানডে হবে এই মাঠে।

পূর্নাঙ্গ সিরিজ খেলতে আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। দুই দল খেলবে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট ২২ নভেম্বর থেকে। ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচও মিরপুরে, ৯ ও ১১ ডিসেম্বর। দুটি ম্যাচই দিন-রাতের। তার আগে ৬ ডিসেম্বর একদিনের প্রস্তুতি ম্যাচ ফতুল্লায়।১২ ডিসেম্বর দু্ই দল ঢাকা থেকে যাবে সিলেটে। সেখানে সিরিজের তৃতীয় ওয়ানডে ১৪ ডিসেম্বর। এটিও দিন-রাতের ম্যাচ। অক্টোবরে সম্ভাব্য জিম্বাবুয়ে সিরিজের কোনো ওয়ানডে যদি এই মাঠে না রাখা হয়, তাহলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ওয়ানডে দিয়েই সিলেটের ওয়ানডে অভিষেক।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিও হবে সিলেটে, ১৭ ডিসেম্বর। ২০ ও ২২ ডিসেম্বর শেষ দুটি টি-টোয়েন্টি আবার মিরপুরে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে