এবার কাভানির দিকে নজর রিয়ালের

শুধু হাত বাড়িয়েছে বললে ভুল হবে। রিয়াল এরই মধ্যে কাভানির জন্য প্রস্তাবও পাঠিয়েছে বলে খবর। আর পিএসজিও রিয়ালের এই প্রস্তাবে আলোচনা সামনের দিকে এগিয়ে নিতে রাজি হয়েছে। যার একটাই অর্থ, উরুগুইয়ান ফরোয়ার্ডকে বিক্রি করতে রাজি পিএসজি।
পছন্দের তালিকার প্রথমে থাকা নেইমার-এমবাপে না করে দিলেও রিয়ালের রাডারে আছেন আরও ৮ জন। তাদের মধ্যে চেলসির বেলজিয়ান ফরোয়ার্ড/মিডফিল্ডার এডেন হ্যাজার্ড, টটেনহামের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন, ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি, বায়ার্ন মিউনিখের পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভান্ডভস্কিরা অন্যতম।
মানে রিয়ালের পছন্দের তালিকায় কাভানির নামটি এতোদিন ছিল না। স্প্যানিশ গণমাধ্যমের খবর, কাভানির নামটি এখন রিয়াল শুধু নিজেদের ক্রয় তালিকায় যোগই করেনি, তাকেই এক নম্বর টার্গেট বানিয়ে ফেলেছে! রিয়াল কর্তারা নাকি মনে করছেন ক্রিস্তিয়ানো রোনালদোর গোল ঘাটতি পূরণে কাভানিই হবেন যোগ্য বিকল্প। গত দুই মৌসুমে ৩১ বছর বয়সী কাভানির ধারাবাহিকভাবে গোল করার বিষয়টিই রিয়াল কর্তাদের আকৃষ্ট করেছে বেশি করে।
রিয়ালে মৌসুম প্রতি ৫০টি করে গোল করেছেন রোনালদো। সেই রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন। এরপর থেকেই বার্নাব্যুতে হাহাকারের সুর। উঠে গেছে হতাশা মিশ্রিত প্রশ্ন, রোনালদোর মতো এতো এতো গোল এখন কে করবে রিয়ালে? বার্নাব্যুতে কে হবেন রোনালদোর যোগ্য উত্তরসূরি? রিয়ালের হয়ে এখন ফ্রি-কিক নেবেন কে?
এতোদিন পর রিয়াল কর্তারা নাকি বুঝে গেছেন, এসব প্রশ্নেরই যথার্থ উত্তর হবেন কাভানি। উরুগুইয়ান তারকা গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচে করেছেন ৪০ গোল। তার আগের মৌসুমে ৫০ ম্যাচে করেছেন ৪৯ গোল। কাভানির এই গোল সংখ্যাই রিয়ালকে বাধ্য করেছে তার দিকে নজর দিতে!
এমনিতে কাভানিও পিএসজির সভাপতি নাসের আল খেলাইফির আস্থাবানদের একজন। বিশেষ করে কাভানির পেশাদারিত্ব এবং দক্ষতায় মুগ্ধ পিএসজির কাতারি সভাপতি। কিন্তু পিএসজির ভবিষ্যত পরিকল্পনার হৃদয় হলেন নেইমার ও এমবাপে। তাই যেকোনো মূল্যেই এই দুজনকে ধরে রাখতে মরিয়া পিএসজি।
কিন্তু ঘাড়ের উপর যেহেতু উয়েফার পক্ষ থেকে খেলোয়াড় বিক্রির নির্দেশনা আছে, তাই সেই নির্দেশ পালনে কাভানিকে বিক্রি করতে রাজি হয়েছে। তাছাড়া নেইমারের সঙ্গে কাভানির অহংবোধের দ্বন্দ্বও আছে। যে দ্বন্দ্বে গত মৌসুমে তলেতলে পিএসজির ক্ষতি করেছে অনেক। এই দ্বন্দ্ব নিরসনেও পিএসজি কাভানিকে দলবদলের নিলামে তুলতে রাজি বলে খবর।
রিয়ালের প্রস্তাবে প্রাথমিকভাবে তাই ‘হ্যাঁ’ বলেছে। এবং আলোচনা এগিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তবে পিএসজির চাওয়া হলো, কাভানির মূল্য হতে হবে অন্তত ১০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি। গণমাধ্যমের খবর অনুযায়ী, সব মিলে বল এখন রিয়াল মাদ্রিদের কোর্টেই। পিএসজির চাহিদা পূরণ করতে পারলেই নাকি তারা কাভানিকে ভেড়াতে পারবে দলে।
৩১ বছর বয়সী একজনকে ১০০ মিলিয়নের কাছাকাছি মূল্যে কেনাটা একটু ঝুঁকি পূর্ণই। তাছাড়া রিয়ালকে ভাবাচ্ছে কাভানির বেতনের বিষয়টিও। উরুগুইয়ান তারকাকে কিনলে তাকে অন্তত বার্ষিক ১৪ মিলিয়ন ইউরো বেতন দিতে হবে। টাকা-পয়সা সংক্রান্ত এই দুটি বিষয়ই রিয়ালের জন্য ভাবনার বিষয়।
তবে চড়া মূল্য বুঝেও রিয়াল কর্তারা আলোচনা এগিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। একটু এদিক-সেদিক করে নিয়ে আসতে চাইছেন কাভানিকে। রোনালদোর শূন্যতা পূরণে কাভানির মতো একজনকে কেনাটা যে এখন রিয়াল মাদ্রিদের জন্য অপরিহার্য।
দেখা যাক, আলোচনা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়!
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আবারও বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- একাধিক গণমাধ্যমে দাবি ‘নয়াদিল্লিতে শেখ হাসিনার মৃত্যুর’ জানা গেল খবরের সত্যতা
- ওবায়দুল কাদেরের মৃত্যু, জানা গেল সত্যতা
- চরম দু:সংবাদ: ভিসা বন্ধ ঘোষণা
- পিলখানার হত্যাকাণ্ড কোনো সেনাসদস্য ঘটায়নি সরাসরি যাকে দুষলেন সেনাপ্রধান
- আফগানিস্তান ইংল্যান্ডকে হারানোর পেছনের নায়ক বাংলাদেশের বুলবুল
- নাহিদ ইসলামের পদত্যাগের পর সারজিস আলমের ঘোষণা
- নাহিদের পদত্যাগে নতুন বিতর্ক, ভারতীয় সাংবাদিকের পোস্টে তোলপাড়
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট বিনিময় হার
- বাংলাদেশের একটি শক্তির কারণে যুদ্ধে জড়াবে না ভারত
- নাহিদ ইসলামের জায়গাতে নতুন উপদেষ্টা হচ্ছেন যিনি
- আগামী নির্বাচনকে ঘিরে আত্মপ্রকাশ করছে ৩টি বড় রাজনৈতিক জোট
- কঠিন সমীকরণ: শেষ ম্যাচ না জিতেও সেমি ফাইনাল খেলবে আফগানিস্তান
- মাসের শুরুতেই কমলো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- নতুন উপদেষ্টা হলেন মাহফুজ আলম