ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন এবং রানার আপ দল গুলির তালিকা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৭ ০০:২১:১০
এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন এবং রানার আপ দল গুলির তালিকা

এশিয়ান ৪ পরাশক্তি বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা সাথে আরো খেলবেন আফগানিস্তান ক্রিকেট দল। এছাড়া ষষ্ঠ দল হিসেবে এশিয়া কাপের বাছাইপর্ব থেকে চ্যাম্পিয়ন দল খেলবে মূল পর্বে। এর আগে মোট ১৩ বার অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টে। যার মধ্যে ১২ বার হয়েছে ওয়ানডে ফরম্যাটে এবং একবার হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে।

টুর্নামেন্ট এর মধ্যে সর্বচ্চো ১০ বার ফাইনাল খেলেছে শ্রীলংকা। এরমধ্যে শ্রীলংকা চ্যাম্পিয়ন হয়েছে ৫ বার। এছাড়াও ভারত ফাইনাল খেলেছে ৯ বার যার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে সর্বোচ্চ ৬ বান। এশিয়ার পরাশক্তি পাকিস্তান ফাইনাল খেলেছে চারবার যার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে দুই বার।

এছাড়াও গত তিন অাসরের মধ্যেই দুই বার ফাইনালে উঠেছে বাংলাদেশ যার মধ্যে দুইবার রানারআপ হয়েছে।

আসুন দেখে নেই এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন এবং রানার আপ দল গুলির তালিকা।

১৯৮৪ এশিয়া কাপভেন্যু : সংযুক্ত আরব আমিরাতচ্যাম্পিয়ন : ভারতরার্নারঅাপ : শ্রীলংকা

১৯৮৬ এশিয়া কাপভেন্যু : শ্রীলংকাচ্যাম্পিয়ন : শ্রীলংকারার্নারঅাপ : পাকিস্তান

১৯৮৮ এশিয়া কাপভেন্যু : বাংলাদেশচ্যাম্পিয়ন : ভারতরার্নারঅাপ : শ্রীলংকা

১৯৯০ এশিয়া কাপভেন্যু : ভারতচ্যাম্পিয়ন : ভারতরার্নারঅাপ : শ্রীলংকা

১৯৯৫ এশিয়া কাপভেন্যু : সংযুক্ত আরব আমিরাতচ্যাম্পিয়ন : ভারতরার্নারঅাপ : শ্রীলংকা

১৯৯৭ এশিয়া কাপভেন্যু : শ্রীলংকাচ্যাম্পিয়ন : শ্রীলংকারার্নারঅাপ : ভারত

২০০০ এশিয়া কাপভেন্যু : বাংলাদেশচ্যাম্পিয়ন : পাকিস্তানরার্নারঅাপ : শ্রীলংকা

২০০৪ এশিয়া কাপভেন্যু : শ্রীলংকাচ্যাম্পিয়ন : শ্রীলংকারার্নারঅাপ : ভারত

২০০৮ এশিয়া কাপভেন্যু : পাকিস্তানচ্যাম্পিয়ন : শ্রীলংকারার্নারঅাপ : ভারত

২০১০ এশিয়া কাপভেন্যু : শ্রীলংকাচ্যাম্পিয়ন : ভারতরার্নারঅাপ : শ্রীলংকা

২০১২ এশিয়া কাপভেন্যু : বাংলাদেশচ্যাম্পিয়ন : পাকিস্তানরার্নারঅাপ : বাংলাদেশ

২০১৪ এশিয়া কাপভেন্যু : বাংলাদেশচ্যাম্পিয়ন : শ্রীলংকারার্নারঅাপ : পাকিস্তান

২০১৬ এশিয়া কাপ (টি-টোয়েন্টি)ভেন্যু : বাংলাদেশচ্যাম্পিয়ন : ভারতরার্নারঅাপ : বাংলাদেশ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে