ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

আবারো ভক্তকে গালিগালাজ করে বিতর্কে সাব্বির

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৬ ২২:১১:৪৮
আবারো ভক্তকে গালিগালাজ করে বিতর্কে সাব্বির

এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাব্বিরের ব্যাপারে ক্ষোভ-হতাশার বহিঃপ্রকাশ ঘটান বাংলাদেশি ভক্ত-সমর্থকরা। কিন্তু ফেসবুকে সমর্থকদের স্ট্যাটাস দৃষ্টিগোচর হতেই খেপে গিয়ে দুই ভক্তকে ইনবক্সে অকথ্য ভাষায় গালিগালাজ করেন সাব্বির। আর তারা দুইজন হলেন শাহরিয়ার নীল ও আরাফাত ভুঁইয়া হৃদয়।

প্রথম ম্যাচে ৩ রান করে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ১২ রান করে ফেরেন সাব্বির। আর শেষ পর্যন্ত বাংলাদেশ ৩ রানে হেরেছে। সাব্বির আউটের হওয়ার পর শাহরিয়ার নীল নামে এক ব্যবহারকারী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখেন, ‘স্যার ডন সাব্বির রহমান ব্যাডম্যানের দিন দিন এত উন্নতি করাটা বেশ রহস্যময়।’

অন্যদিকে আরাফাত ভুঁইয়া হৃদয় নামের আরেক ফেসবুক ব্যবহারকারী তার পীথাগোরাসের প্রেমোপপাদ্য নামক আইডি থেকে সাব্বিরকে ম্যানশন করে লেখেন, ‘তুই নিজ দায়িত্বে দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নে। তুই ক্রিকেটের জন্য যোগ্য না।’

এরপরেই তাদেরকে ইনবক্সে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাদের দেখে নেওয়ারও হুমকি দেন সাব্বির। তাদের ইনবক্সে পাঠানো বার্তায় সাব্বির লিখেছেন, ‘ওই খা..র ছেলে, তোর বাপ কখনও ক্রিকেট খেলেছে? কাজ করিস ভলান্টিয়ারের আবার বড় বড় কথা, মা…দ! ফেসবুকটা তোর বাপে বানাইছে? তুই কি করিস না করিস, সব জানা হয়ে গেছে আমার। তোরে আমি দেশে এসে দেখতেছি, ওয়েট কর।’

সাব্বিরের এমন মেসেজ পাওয়ার পর তার স্ক্রিনশট নিয়ে পোস্ট করেন ওই দুই ব্যবহারকারী। এরপর তা ভাইরাল হয়ে যায়। তবে এটি সাব্বিরের অ্যাকাউন্ট থেকেই করা হয়েছে কিনা সেটাও সত্যতাও যাচাই করা হয়। এরপর ফেসবুক লাইভে এসে ও একটি ভিডিও পোস্ট করে সেই শঙ্কা দূর করেন আরাফাত ভুঁইয়া হৃদয়।

সেখানে দেখা যায় মেসেজটি সাব্বিরের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই পাঠানো হয়েছে। যে আইডিতে এ মুহূর্তে ফলোয়ার রয়েছেন ৯০ হাজার ৪৪৯ জন। আর সাব্বিরের এমন কান্ডে বিস্ময় হয়েছেন সবাই। সেই সঙ্গে সাব্বিরকে কঠিন ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানোর পাশাপাশি তাকে নিষিদ্ধ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ জানাচ্ছেন তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে