ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

খারাপ সময়ে মেসি-নেইমারদের সমর্থন, আর সাকিব-তামিমদের গালাগালি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৬ ২১:৪৫:৫১
খারাপ সময়ে মেসি-নেইমারদের সমর্থন, আর সাকিব-তামিমদের গালাগালি

এবারের বিশ্বকাপেও পতাকা টানানো দিয়ে মারামারির ঘটনা ঘটেছে। মেসিকে খারাপ বললেই অন্য পক্ষ তেড়ে এসে। তেমনই নেইমারকে খারাপ বললেই তেড়ে আসে অন্য পক্ষ।

মেসি কোপা আমেরিকাতে চিলির বিপক্ষে পেনাল্টি মিস করে যখন অবসর নিল, তখন একপক্ষ সেটাকে নাটক বলল। অন্যপক্ষ অর্থাৎ মেসি ভক্তরা তখন মেসিকে ডিফেন্ড করল। মেসিই বিশ্বসেরা সেটা তারা প্রমান করতে চাইলো।

মেসি ২০১৪ বিশ্বকাপের সেরা খেলোয়ার হলো। তখন ম্যারাডোনা সেটার সমালোচনা করল। তখন মেসি ভক্তরা ম্যারডোনাকে গালাগালী করে মেসিকে ডিফেন্ড করল। মেসিই সেটার যোগ্য প্রমান করতে চাইলো।

চলতি বিশ্বকাপে মেসি একেবারেই খারাপ খেলল। আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করল। ক্রোয়েশিয়ার বিপক্ষে খুজেই পাওযা গেলনা মাঠে। যখন তার সমালোচনা হচ্ছে চারদিকে তখন এই বাংলাদেশের ভক্তরাই তাকে ডিফেন্ড করতে চাইল। মেসি একা জাতীয় দলে কিছুই করতে পারবে না। তাকে সমালোচনা করা যাবে না। তারা মেসিকে সমালোচনা থেকে আগলে রাখলো।

ব্রাজিল ২০১৪ বিশ্বকাপে ৭ গোল হজম করল। ব্রাজিল ভক্তরা ডিফেন্ড করল ব্রাজিলকে। থিয়াগো সিলভা এবং নেইমার থাকলে এটা হতো না। চলতি বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল। তারা বলল, ব্রাজিল যোগ্য দলের মতই খেলেছে। কিন্তু ভাগ্যের কাছেই হেরেছে। ফিফা বর্ষসেরা খেলোয়ারের তালিকায় নেই নেইমার। তারা বলল, নেইমার ৪ মাস মাঠের বাইরে ছিল। ক্লাবের অর্ধেক ম্যাচই খেলতে পারেনাই। তাহলে তো সে থাকবে না। নেইমারকে সমালোচনা থেকে আগলে রাখলো।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের ম্যাচে একের পর এক ব্যর্থ হচ্ছিলো রোনালদো। রোনালদো ভক্তরা তাকে আগলে রাখলো। সমালোচনার জবাবে তারাও পাল্টা জবাব দিতে থাকলো।

সবকিছুই ঠিক আছে। কিন্তু যখন বাংলাদেশের বেলায় আসে তখন কেউ নেই। বাংলাদেশ ভালো খেললে বলে টাইগার। আর হারে দেয় গালী। হারের পর বলে না, যে ভালো খেলে হেরেছে। বলেনা, ভাগ্যের কারনে হেরেছে। বলেনা, ভালো খেলেছে। তখন যত সমালোচনা শুরু।

কে কাকে কত বেশি গালী দিতে পারে সেটারই যেন হয় প্রতিযোগিতা। সাকিব তামিম ভালো করলেও তাদেরই দোষ। প্রথম ম্যাচে এমন উইকেটে সেঞ্চুরী করেও তামিমের দোষ ছিল বল বেশি খেলেছে। সাকিবের দোষও ছিল একই। গতকালও একই দোষ সাকিব তামিমের। অথচ ৪৯ পর্যন্তও বাংলাদেশ হারতে পারে এমনটা মনেই হয়নি। ৬ বলে মাত্র ৮ রান। এখন তারা বলেনা যে ভাগ্যের কারনে হেরেছে। কারন, এখানে মেসি-রোনালদো-নেইমার নেইমার। এখানে আছে তামিম, সাকিবরা যারা আমাদের দেশেরই মানুষ। যারা আমাদের দেশকে বাইরের কাছে উজ্জল করছে তাদের পাশে দাড়ানোর কোন মানে নেই। দাড়াতে হবে তো মেসি-রোনালদো-নেইমারদের পাশে যারা আমাদের চিনেও না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে