ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মালয়েশিয়ায় নাইট ক্লাবে অভিযানে ১৫ বাংলাদেশিসহ ১২২ নারী গ্রেফতার!

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৬ ২১:২১:৪৮
মালয়েশিয়ায় নাইট ক্লাবে অভিযানে ১৫ বাংলাদেশিসহ ১২২ নারী গ্রেফতার!

গ্রেফতারকৃতদের মধ্যে ৩৩ জন চীনা ও ৯ জন ভিয়েতনামের নারী।অবৈধ শ্রমিক এবং দেহ ব্যবসার অভিযোগে নাইট ক্লাবগুলোতে একের পর এক অভিযানে গ্রেফতার আতঙ্কে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা।

মাত্র ৯০ মিনিটের মধ্যেই ৪২ জন নারীকে গ্রেফতার করেছে পুলিশ।এ অভিযান নিয়ে গত এক সপ্তাহর ব্যবধানে ১২২ জন নারী ও ১৫ জন বাংলাদেশি পুরুষকে নাইট ক্লাবে অভিযান চালিয়ে আটক করেছে।

বাংলাদেশিদের গ্রেফতার প্রসঙ্গে পুলিশ জানায়, নাইট ক্লাবে কাজের অনুমতি ছাড়াই বাংলাদেশি শ্রমিকরা কাজ করছে এবং অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ভিসা নবায়ন না করে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বসবাস করছে।

এ ব্যাপারে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তফার বলেন, ৪ বছর মেয়াদ শেষ হওয়ার পর থেকেই আমরা জঙ্গলে জঙ্গলে অভিযান চালিয়ে মালয়েশিয়াকে অবৈধ অভিবাসন মুক্ত করব।

অভিবাসীদের জন্য একটি সুযোগ আছে বলে জানিয়ে তিনি বলেন, আগামী ৩০ আগস্টের মধ্যে অবৈধ শ্রমিকদের যার যার দূতাবাসের মাধ্যমে আউটপাস সংগ্রহ করে দেশে যাওয়ার সুযোগ রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে