ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

বারবার একই ভুলে হতাশ মাশরাফী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৬ ১৯:০৮:২১
বারবার একই ভুলে হতাশ মাশরাফী

বিশেষ করে হাতে ৬ উইকেট নিয়ে যখন আপনার ১৩ বলে ১৪ রানের প্রয়োজন। এটা আরো বেশি হতাশার, কারণ এবারই এটা প্রথমবার ঘটছে না। এ অবস্থা থেকে আমরা আগেও বেশ কবার ম্যাচ হেরেছি।’

এদিন শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৯ রান। স্ট্রাইকে মুশফিকুর রহীম। ৬৬ বলে করেছেন ৬৮ রান। কিন্তু জেসন হোল্ডারের প্রথম বলটি তুলে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে কেমো পলের তালুবন্দি হন। আর ওখানেই মূলত শেষ হয়ে যায় বাংলাদেশের জয়ের স্বপ্ন।

দুই বছর আগে এরকম ঘটেছিল ভারতের বিপক্ষে। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচে শেষ ওভারে টাইগারদের দরকার ছিল ১১ রান। প্রথম তিন বলেই এল ৯ রান। কিন্তু চতুর্থ বলে তুলে মারতে গিয়ে সেই মিড উইকেটে আটকা মুশফিক। এদিকে এক মাস আগেই আফগানিস্তানের বিপক্ষেও একই ঘটনা। দেরাদুনের ওই টি-টুয়েন্টি ম্যাচে শেষ ওভারে দরকার ছিল ৯ রান। প্রথম বলেই রশিদ খানকে স্লগ সুইপে ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে আউট।

একই ভুলে ধারাবাহিকতায় তাই দারুণ হতাশ মাশরাফী। বললেন, ‘এটা মানসিক না ট্যাকনিক্যাল সমস্যা—ব্যাখ্যা করা কঠিন। সত্যি বলতে, আমরা একই ভুল করছি। স্নায়ুটা রিলাক্স রেখে দুই এক রান করে নিয়ে ম্যাচটা শেষ করা যেত।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে