ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

শেষ কবে হেসেছিল সাব্বিরের ব্যাট?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৬ ১৮:৩৯:০২
শেষ কবে হেসেছিল সাব্বিরের ব্যাট?

প্রশ্ন হচ্ছে শেষ কবে ওয়ানডেতে হেসেছিল সাব্বিরের ব্যাট? উত্তর হচ্ছে গতবছর আয়ারল্যান্ডে ট্রাই সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৫ রানের ইনিংসের পর এখনো পর্যন্ত ১৩ ওয়ানডেতে কোন ফিফটির দেখা পাননি সাব্বির। রাখতে পারেন নি দলের কোন জয়ে এতটুকু ভূমিকাও।

উইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দল যখন জয়ের কাছাকাছি তখনও অপ্রোয়োজনীয় শট খেলে মাত্র ১২ রান করে আউট হয়ে ফিরে যান তিনি। যার খেসারত হিসেবে ম্যাচটি হারতে হয়েছে বাংলাদেশকে।

দলের বিপদে কখনই হাসেনি সাব্বিরের ব্যাট৷ খারাপ পারফর্মেসের কারণে যদি দল থেকে বাদ পড়তে পারেন সৌম্য, লিটন, বিজয়রা তাহলে দিনের পর দিন রান না করেও কিভাবে দলে টিকে আছেন সাব্বির? দেশের কোটি ক্রিকেটপ্রেমীর মনে এটাই প্রশ্ন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে