ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

মাহমুদউল্লাহর রান আউট নিয়ে মাশরাফির ক্ষোভ!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৬ ১৬:০২:৪৬
মাহমুদউল্লাহর রান আউট নিয়ে মাশরাফির ক্ষোভ!

উইন্ডিজদের দেওয়া ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও দুর্দান্ত শুরু।৪.৪ ওভারেই ৫০ রান। বিজয়ের আউটে তামিম সাকিব ঝড়।তাদের ফিরে যাওয়াতেও মুশি-রিয়াদের ৮৭ রানের জুটি।শেষ দিকে মুশফিকের সাথে রিয়াদের রান আউটেই যেন বদলে গেল ম্যাচের চিত্র।তাইতো ম্যাচ শেষে হারের টার্নিং পয়েন্ট এই রান আউটকেই বলেছেন মাশরাফি

ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘খেলা শেষ বল পর্যন্তই ছিল। তারপরও রিয়াদের ওই সময় রান আউটটা না হলে হয়ত খেলা সহজ হয়ে যেত। আরও আগেই শেষ করা যেত।’

ওয়েস্ট ইন্ডিজে এক ম্যাচ হাতে রেখেই তিন ওয়ানডের সিরিজ জিতে নেয়ার সুযোগটা আপাতত হাতছাড়া করল বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে শেষ ওভারের ব্যর্থতায় মাত্র ৩ রানের জন্য জয় মেলেনি। প্রথম ওয়ানডেতে ৪৮ রানে জিতে এগিয়ে ছিল মাশরাফীর দল। সুযোগ এখনও আছে। শনিবার ১-১এ সমতায় থেকে সিরিজ নির্ধারণীতে নামবে দুদল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে