ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

ম্যাচ হারার কারণ হিসেবে যাকে দায়ী করলেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৬ ১৬:০১:৫৫
ম্যাচ হারার কারণ হিসেবে যাকে দায়ী করলেন মাশরাফি

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে মাশরাফি বলেন, ‘আমাদের ফিল্ডিং আপ টু দ্য মার্ক ছিল না। কিছু ক্যাচ মিস হয়েছে, কিছু রান আউট মিস। বাজে ফিল্ডিংয়ের কারণে ২৪টি ডাবলও হয়েছে। হ্যাঁ, শিশির ছিল কিছুটা। হুট করেই বল টার্ন করা আরম্ভ করেছিল।’

শেষ ওভার নিয়ে তিনি আরও বলেন, ‘শেষ ওভারে আমরা ম্যাচ শেষ করে আসতে পারেনি। তারা অনেক ভালো খেলেছে। কিন্তু আমার মনে হয় ফিনিশিং নিয়ে আরও কাজ উচিৎ আমাদের।’

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ আর দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজ জয়ে সিরিজে সমতায় দুই দল। আগামী ২৯ তারিখ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ-উইন্ডিজ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে