ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

জয়াকে না পেয়ে প্রাক্তন প্রেমিকার দ্বারস্থ সৃজিত!

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৬ ১৪:০৬:৪৩
জয়াকে না পেয়ে প্রাক্তন প্রেমিকার দ্বারস্থ সৃজিত!

ভারতীয় গণমাধ্যমে খবর, সৃজিতের পরবর্তী সিনেমা ‘শাহজাহান রিজেন্সি’। সাহিত্যিক শঙ্করের লেখা উপন্যাস ‘চৌরঙ্গী’কে এবার ভিন্ন আবহে ‘শাহজাহান রিজেন্সি’ নামে ভিজ্যুয়াল করছেন তিনি। আর এই সিনেমারই মূখ্য একটি চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। নিজের টুইটার হ্যান্ডেলে স্বস্তিকার সঙ্গে একটি ছবি শেয়ার করে বিষয়টা নিশ্চিত করেছেন পরিচালক সৃজিত মুখার্জি।

জানা গেছে, শাহজাহান রিজেন্সি’তে মুখ্য একটি চরিত্রে অভিনয়ের কথা ছিল জয়া আহসানের। কিন্তু সিনেমার মহরতের আগে ছবিতে না থাকার কথা জানিয়ে দেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী। আর সেখানেই প্রাক্তন প্রেমিকাকে টেনে নেন সৃজিত! এ কারণে অনেকে বলাবলি করছেন, জয়ার কারণেই দীর্ঘদিন পর এক হতে যাচ্ছেন সৃজিত-স্বস্তিকা!

সম্প্রতি মুক্তি পায় সৃজিত মুখার্জির ছবি ‘উমা’। টলিউডে ‘উমা’-র প্রায় ৫০ দিন দাপিয়ে ব্যবসার পর এবার ‘শাহজাহান রিজেন্সি’-র প্রস্তুতি শুরু করেছেন সৃজিত। এই সিনেমায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কেও। এখন দেখার বিষয়া সৃজিত-স্বস্তিকা জুটি কতটা ‘ম্যাজিক’ দেখাতে পারে তাদের ভক্তদের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে