ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

মোসাদ্দেকেই শেষ বাংলাদেশ!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৬ ১৪:০২:৩৯
মোসাদ্দেকেই শেষ বাংলাদেশ!

তবে এ পরাজয়ের কারনে খলনায়কের তালিকায় উঠে এসছে মোসাদ্দেকের নাম। দলের এমন মুহুর্তে চার বল খেলেও তিনি নিতে পারেন নি আটটি রান।

এমন মুহুর্তে মীকরণটা যখন শেষ ৬ বলে দরকার ৮। তখন ষষ্ঠ বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হন মুশফিক। এরপর পাঁচ বলে আট রান। স্ট্রাইকে আসেন মোসাদ্দেক, সঙ্গে অধিনায়ক মাশরাফি। পঞ্চম বলে কোনো রান নিতে পারেননি মোসাদ্দেক। চার বলে দরকার ৮ রান।

সহজ সমীকরণ হয়ে গেল আরো কঠিন। পরের বলেও ব্যর্থ মোসাদ্দেক। চতুর্থ বলে দুই রান নিলে শেষ দুই বলে দরকার ৬ রান। পঞ্চম বলে মোসাদ্দেক নেন মাত্র এক রান। শেষ বলে স্ট্রাইকেন্ডে মাশরাফি। দরকার ৫ রান। কিন্তু সেটা আর সম্ভব হয়নি অধিনায়কের পক্ষে। এক রান তুলে ইনিংসের ইতি টানতে হয় বাংলাদেশের। আর সহজ জয় হয়ে যায় হাতছাড়া।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে