ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

শেষ ওভারে যেভাবে হারলো বাংলাদেশ(ভিডিও)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৬ ১১:৪২:১০
শেষ ওভারে যেভাবে হারলো বাংলাদেশ(ভিডিও)

ম্যাচের শুরু থেকেই ছিল টাইগারদের দাপট।টসে জিতে বোলিং নেওয়ার পর দুর্দান্ত শুরু।গেইল-লুইসকে সেট হওয়ার সুযোগই না দেওয়া।একদিকে হেটমায়ারের সেঞ্চুরিতে উইন্ডিজের ভালো টোটাল ২৭১।এই লক্ষ্যে ব্যাট করতে নেমেও দুর্দান্ত শুরু।৪.৪ ওভারেই ৫০ রান। বিজয়ের আউটে তামিম সাকিব ঝড়।তাদের ফিরে যাওয়াতেও মুশি-রিয়াদের ৮৭ রানের জুটি।শেষ দিকে রিয়াদের রান আউট ক্রিজে সাব্বির-মুশি ১২ বলে ১৪ রান। এ ম্যাচেও হেরে গেল টাইগাররা।কি হয়েছিল শেষ ওভারে?

৪৯তম ওভারের শেষ বলে সাব্বির(১২) ক্যাচ দিয়ে ফিরলে শেষ ওভারে ৮ রান দরকার পড়ে। হোল্ডারের করা প্রথম বলে ক্যাচ তুলে দেন মুশফিক। ৫ চার ও এক ছয়ে ৬৭ বলে ৬৮ রানের ইনিংস থামে। পরের দুই বলে মোসাদ্দেককে ডট করান হোল্ডার। তৃতীয় বলে ২ নেন মোসাদ্দেক। চতুর্থ বলে এক নিতে পারেন। শেষ বলে ৫ লাগে বাংলাদেশের। ব্যাটিংপ্রান্তে মাশরাফী। অধিনায়ক নিতে পেরেছেন কেবল ১ রান। ৩ রানে হার!

ভিডিওতে দেখুন শেষ ওভার:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে