ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

আবারো শেষ ওভারে ২০+ রান দিলেন রুবেল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ২৬ ১১:০০:৩৭
আবারো শেষ ওভারে ২০+ রান দিলেন রুবেল

আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের ৪৯ ওভারেও আবার দেখা গেল সেই রুবেল হোসেনকে। ২৪২ রানে ৯ উইকেট হারানো উইন্ডিজরা রুবেলেএ এই ওভারে ২২ রানের সুবাদে করলো ২৭১ রান।

রুবেল হোসেন তার নবম ওভারে ২ টা ছয়, ২ টা ওয়াইড ১ টি নো বলের সাথে (৬ wd ৬ ২+নো-বল ২ ১ wd ১ ১) সব মিলিয়ে ২২ রান দেন।

তবে এই দিন ৩ টি উইকেট তুলে নেন রুবেল হোসেন।

এই ম্যাচে শিমরান হেটমায়ারের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৭২ রানের টার্গেট স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।মাত্র ৯৩ বলে ৭ টি বিশাল ছক্কা ও এ চারে ১২৫ রানে রান আউট হন। আর ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় ২৭১ রানে।

বাংলাদেশের পক্ষে রুবেল ৩ টি, সাকিব, মোস্তাফিজ ২ টি করে এবং মাশরাফি, মিরাজ একটি করে উইকেট নেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে